Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্বাধীনতা সংগ্রামীদের ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করে বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। মেদিনীপুরের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস বিভাগের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষার ১১ নম্বর প্রশ্নে লেখা হয়, ‘মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম কর, যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?’ আর এতেই আগুনে ঘি পড়েছে রাজ্যজুড়ে। বিপ্লবীদের অপমানের অভিযোগ তুলে সরব হয়েছেন রাজনীতিক থেকে সাধারণ নাগরিক, ইতিহাসপ্রেমী থেকে শহিদ পরিবার।
‘বিপ্লবী না সন্ত্রাসবাদী’? প্রশ্ন তুলে তীব্র প্রতিক্রিয়া
ব্রিটিশ আমলে ইংরেজ সরকার স্বাধীনতা সংগ্রামীদের ‘টেররিস্ট’ বা সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করত। আজ, স্বাধীনতা লাভের ৭৫ বছর পর, এক ভারতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে সেই একই ভাষা ব্যবহার, এই বিষয়টিকেই লজ্জাজনক এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছেন শহিদ পরিবার ও শিক্ষানুরাগীরা।
স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্তের ছেলে রণজিৎ দাশগুপ্ত বলেন, ‘যাদের নাম ইতিহাসে লেখা, তাদের সম্পর্কে এমন শব্দপ্রয়োগ লজ্জার।’ ‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’-এর সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘বিষয়টি শুধুই ভুল নয়, এটি একটি নীতিগত বিপর্যয়। বিশ্ববিদ্যালয়ের উচিত অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়া।’
বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী জানান, উপাচার্যের নজরে আনার পরই বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল তদন্ত রিপোর্ট জমা পড়বে। সম্ভবত টাইপিং বা অনুবাদের ভুল।
এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যজুড়ে উঠেছে প্রশ্ন, এই ভুল কি শুধুই প্রযুক্তিগত, না এর পেছনে আছে ঐতিহাসিক বোধের অভাব? অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায় স্বীকার এবং ক্ষমাপ্রার্থনা না করলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে বিভিন্ন সংগঠন।
আরও পড়ুন:- সরকারি কর্মীদের জন্য সুখবর! বেতন বাড়তে চলেছে ৩০-৪০ শতাংশ।