Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলায় সরকার না হলেও পড়শী রাজ্য অসমে দ্বিতীয় বারের জন্য সরকার গড়া নিশ্চিত করতে পেরেছে বিজেপি। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার তাহলে মুখ্যমন্ত্রীর মুখ কে ? সমাধানসূত্র খুঁজতে আসরে নেমেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সূত্রের খবর আজ নাড্ডার সঙ্গে দিল্লির সদর দফতরে মুখোমুখি বসবেন দুই নেতা হিমন্ত বিশ্বশর্মা ও সর্বানন্দ সোনওয়াল। সকাল সাড়ে দশটায় বৈঠকে থাকতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিএল সন্তোষ-রাও।
প্রসঙ্গত অসম বিধানসভার লড়াই ছিল ১২৬টি আসনে। সেই লড়াইয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটকে অনেকটাই পিছনে ফেলে অনেকটা এগিয়ে যায় শাসক দল বিজেপি। কংগ্রেসের ঝুলিতে ছিল ৫০ টি আসন। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পায় ৭৫ টি আসন। মুখ্যমন্ত্রীর মুখ কে তাই নিয়ে আলোচনা অবশ্য তার পর থেকে। সূত্রের খবর, অসম বিজেপির উপর একাংশ চাপ সৃষ্টি করছে সর্বানন্দ সোনওয়ালকে সরিয়ে এবার হিমন্ত বিশ্বশর্মাকে আনার বিষয়ে। হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দিল্লির নেতাদের সম্পর্কও ঘনিষ্ঠ। বিজেপি অবশ্য অনেকটা বাংলার সুরেই বলেছে মুখ্যমন্ত্রীর মুখ কে তা নিয়ে সিদ্ধান্ত হবে নির্বাচনের পরে।
আরো পড়ুন :- ভারতকে সাহায্য করার নামে নিজের ছবি শুধরানোর চেষ্টা পাকিস্তানের
অতীতে অসম কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন হিমন্ত বিশ্বশর্মা। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিলেও ভাবমূর্তি টোল খায়নি। বরং করোনার সময়ে অসমবাসী যেভাবে তাঁকে পাশে পেয়েছে তাতে তাঁর গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। তাঁর সাংগঠনিক ক্ষমতার জেরে গোটা উত্তর পূর্ব ভারতেই অনেক ক্ষমতা বেড়েছে বিজেপির। ফলে অমিত শাহ-নরেন্দ্র মোদির গুড বুকে রয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। তাহলে কি আজ গত ৩ বছরের কর্ম কুশলতার ডিভিডেন্ট পেতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা? উত্তর মিলবে আজ।
#Assam #Himant_Biswa_Sharma
সকলের কাছে অনুরোধ , সবাই মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন