লোকসভার কংগ্রেস দলনেতার পদ থেকে সরছে অধীর ? তুঙ্গে জল্পনা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ক্রমেই বদলাচ্ছে দেশের রাজনৈতিক সমীকরণ। ক্রমেই চাপের মুখে পড়ছে জাতীয় দল কংগ্রেস। এই পরিস্থিতিতে বড়সড় বদলের পথে হাঁটতে চলেছে কংগ্রেস। লোকসভায় কংগ্রেস দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে অধীররঞ্জন চৌধুরীকে। কংগ্রেস হাইকমান্ড মমতার বিষয়ে সুর নরম রেখে এসেছে। তবে অধীর চৌধুরী বরাবর চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছে তৃণমূলকে।

avilo home

দেশে বর্তমানে মোদী বিরোধী মুখ বলতে মমতাকে তুলে ধরা হচ্ছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের তরফে। অনেকটাই পিছিয়ে পড়েছেন রাহুল গান্ধী। এদিকে ২০২৪-এর লক্ষ্যে তৃতীয় পক্ষ জোটের জল্পনা বেড়েছে। তা গঠিত হলে রাজনৈতিক ভাবে লোকসান হবে কংগ্রেসের। বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূল যেভাবে উঠে এসেছে বিধানসভা নির্বাচনের পর, সেই বিষয়টিকে কুর্নিশ জানিয়েছে সব বিরোধী দল। তবে লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর তৃণমূল বিরোধী বলে পরিচিত। সূত্রের খবর, ২০২৪ সালের আগে মমতার সঙ্গে সখ্যতা বাড়াতে অধীর চৌধুরীকে সরিয়ে দিতে পারে কংগ্রেস।

congress

অধীরের বিকল্প নাম হিসেবে উঠে আসছে রাহুল গান্ধীর নাম। যদিও গান্ধী ক্যাম্পে সবাই নাকি এখন চান না যে রাহুল অধীরের জায়গায় বসুক। এই বিষয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। সূত্রে খবর , এককালে প্রণব মুখোপাধ্যায় নিজে নাকি পরামর্শ দিয়েছিলেন রাহুল গান্ধী লোকসভায় কংগ্রেসের দলনেতা হন। ২০১১ সালে বাম জমানার অবসানও কংগ্রেসের সঙ্গে মিলে ঘটিয়েছিলেন মমতা। তবে বর্তমানে বাংলায় কংগ্রেসের ঝুলি শূন্য। এর দায় অধীরের ঘাড়ে চাপাচ্ছেন অনেকেই। পাশাপাশি ২০২৪-এ বিজেপিকে কেন্দ্র থেকে হটাতে হিসেবনিকেশ শুরু করেছে কংগ্রেস।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন