Bangla News Dunia , অজয় দাস :- মশার জ্বালায় বিরক্ত হয়ে ওঠে মানুষ। বিশেষ করে এই সময় অথাৎ বর্ষাকালে মশার উপদ্রব খুবই বৃদ্ধি পায়। আর এই মশার কামড়েই বিভিন্ন রোগের সৃষ্টি হয়ে। মশা বাহিত রোগের কারণে মানুষকে জ্বরে ভুগতে হয়। এমনকি মশাবাহিত রোগে মানুষের মৃত্যু ও হয়। একটি গবেষণায় দেখা গেছে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মশার কামড়ে মারা যান। অথাৎ মশা বাহিত রোগের কারণে মারা যান। যা সাঁপের কামড়ের থেকেও কয়েক গুন বেশি।
আর এই মশা সকলকে সমান ভাবে কামড়ায় না। কউকে বেশি আবার কউকে কম কামড়ায়। এমনটাই বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্ণিয়ার ইউসি ডেভিস ইউনিভার্সিটির একদল গবেষক। তারা জানান কোনো কোনো মানুষের শরীরের গন্ধ মশাকে বেশি আকৃষ্ট করেন। গবেষকদের মতে , মানুষের বেশি ঘাম হলে শরীর থেকে প্রচুর ল্যাকটিক অ্যাসিড নির্গত হয়। শরীর থেকে বের হওয়া এই ল্যাকটিক অ্যাসিডের গন্ধ মশাদের বেশি আকৃষ্ট করে। এরই পাশাপাশি যাদের রক্তের গ্রূপ ‘ ও ‘ তাদের মশা বেশি কামড়ায়। তবে আপনিও নেইতো এই প্রকার মানুষের মধ্যে ?
আরো পড়ুন :- প্রতিবেশী দেশকে পরমাণু হামলার হুমকি দিল চীন ! উদ্বেগ আন্তর্জাতিক অঙ্গনে
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ইন্দোনেশিয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো ভারত। যাচ্ছে INS ঐরাবত