দক্ষিণের বামদুর্গে উড়ল ঘাসফুলের পতাকা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- প্রথমে পোস্টার পড়েছিল। পোস্টার পড়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। সেখানে লেখা ছিল, ‘‌CALL DIDI, SAVE INDIA, DELHI CHOLO’‌। ঘটনা বাম দূর্গ কেরল।সংগঠন বিস্তারে মন দিয়েছে তৃণমূল কংগ্রেস। কেরলের বিভিন্ন জেলায় দিদির নামে। লেখা রয়েছে, দিদিকে ডাকো, দেশ বাঁচাও, দিল্লি চলো। ‘দিদিকে চাই’ বলে পোস্টার নিয়ে পড়ে গিয়েছিল। সেখানে ৫১ জনের কমিটিও তৈরি হল। বামদুর্গে উড়ল ঘাসফুলের পতাকা। ত্রিপুরার পর কেরলে কমিটি তৈরির প্রস্তুতি বৈঠক সমাপ্ত। খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা।

avilo home

জানা গিয়েছে, এর্নাকুলামে হোটেল জেপি পার্কে তৃণমূল স্টেট কো–অর্ডিনেটিং কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। কেরলে দলের শক্তি বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য কমিটি তৈরি নিয়ে আলোচনা হয়েছে। কেরলে যুক্ত হয়েছে ‘কল দিদি, সেভ ইন্ডিয়া, দিল্লি চলো’। কেরলে মোট ৫১ জনের কমিটি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। প্রতি জেলা, ব্লকে গিয়ে প্রচার শুরু হবে।

রণকৌশল নিয়েও আলোচনা হয়ে গিয়েছে। ৯ জনের হয়েছে ওয়ার্কিং কমিটি। কেরলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি মনোজ শঙ্করানেল্লুর, ওয়ার্কিং প্রেসিডেন্ট সামসু পেনিঙ্গাল, সাধারণ সম্পাদক সুভাষ কান্দান্নুর, সহ–সভাপতি কাড়াক্কা মন মোহনদাস (কোল্লাম), জ্যাকব থমাস (এর্নাকুলাম), কে মনোজ (কান্নুর)। পোস্টারে কেরল তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি মনোজ শঙ্করেন্নালুর ছবি ও ফোন নম্বরও দেওয়া রয়েছে।

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ৩৪ বছরের বাম শাসনকে উৎখাত করেছে। কেরলেও উৎখাত করতে প্রচার শুরু হবে বলে সূত্রের খবর। একুশের নির্বাচনের ফলপ্রকাশের পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোনীত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সর্বভারতীয় রাজনীতিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য এক–দু’টি বিধানসভা আসন নয়, সংগঠন চাঙ্গা করা ও রাজ্য জয়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন