আগামীকাল ধনতেরাস এই দিনের পুজো ও কেনাকাটার শুভলগ্ন আগেই দেখে নিন

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আগামীকাল অথাৎ ২রা নভেম্বর ধনতেরাস। প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। এই দিন কেনাকাটা করার প্রথা প্রচলিত আছে। তবে শুভক্ষণ দেখে কিনলে তাঁর দ্বারা প্রাপ্ত ফলাফল বহুগুণ বেড়ে যায়।

হিন্দু শাস্ত্রে কথিত আছে সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী প্রকট হন। এই দিন ধন সম্পত্তির জন্য যেমন কুবেরের পুজো করা হয় , তেমনই আরোগ্য লাভের কামনায় ধন্বন্তরীর পুজো করা হয়। তবে চলুন কেনাকাটা ও পুজোর শুভক্ষণ দেখে নেওয়া যাক –

niladri misra

কেনাকাটার শুভক্ষণ :- 

চর লগ্ন- সকাল ৮টা ৪৬ মিনিট থেকে সকাল ১০টা ১০ মিনিট।

অভিজীত মুহূর্ত- বেলা ১১টা ১১ মিনিট থেকে ১১টা ৫৬ মিনিট।

অমৃত মুহূর্ত- বেলা ১১টা ৩৩ মিনিট থেকে ১২টা ৫৬ মিনিট।

শুভ যোগ- দুপুর ২টো ২০ মিনিট থেকে ৩টে ৪৩ মিনিট।

বৃষ লগ্ন- সন্ধ্যা ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮টা ১৪ মিনিট পর্যন্ত।

এই সময় গুলির মধ্যে কিনলে খুবই ভালো ফল পাবেন।

আরো পড়ুন :- হাতের তালুতে প্রচুর রেখা থাকার বৈশিষ্ট্য কী ? থাকলে কী করা উচিত জানুন

পুজোর শুভক্ষণ :- 

ধনতেরাস পুজো- সন্ধ্যা ৫টা ২৫ মিনিট থেকে ৬টা।

প্রদোষ কালে ধন্বন্তরী পুজো- সন্ধ্যা ৫ টা ৩৮ মিনিট থেকে ৮ টা ১৪ মিনিট।

সূর্যোদয়ের পর থেকে রাত পর্যন্ত থাকবে শুভ যোগ

আরো পড়ুন :- কালী পুজোর দিন এই সহজ টোটকা গুলি পালনের মাধ্যমে ভাগ্য ফেরান

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন