Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আজ ২ রা নভেম্বর আর আজ দীপাবলির আগের দিন মহা ধুমধাম করে পালিত হয় ধনতেরাস। কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে এই ধনতেরাস পালিত হয়। তবে অবাঙালিদের মধ্যে ধনতেরাস উৎসব পালন করা হয় । বাঙালি নয়, বিশেষ করে অবাঙালিদের ঘরেই ধনতেরাস অত্যন্ত পবিত্র উৎসব হিসেবে পালিত হয়, তবে উৎসবে মরশুমে এখন বাঙালিরাও সেই উৎসবে সামিল হচ্ছেন। আর ধনতেরাস মানেই জিনিস কেনার সুবর্ণ সময়। কিন্তু জানেন কি, ধনতেরাসের দিন নিজের রাশি মেনে জিনিস কিনলেই সারা বছর ভাল ফল পাওয়া যায়, ধন বৃদ্ধির জন্য কোন রাশির জন্য কোন জিনিসটা শুভ তা জেনে নিন।
১. মেষ রাশি- মেষ রাশির জন্য সোনা, পিতল ,তামা খুবই শুভ। বিশেষ করে ধনতেরাসে এই তিনটির মধ্যে যে কোনও একটি জিনিস কিনলেই ধন বৃদ্ধি হয়। এছাড়াও ইলেকট্রনিক্স ও জমি-বাড়ি কিনলেও শুভ ফল পাওয়া যাবে। তবে ভুল করেও গাড়ি কিনবেন না।
২. বৃষ রাশি- বৃষ রাশির জাতক – জাতিকারা ধনতেরাসে রূপোর জিনিস কিনলে ভাল ফল পাবেন। রূপোর কয়েন, বা গয়নাও কিনতে পারেন। এছাড়াও শাড়ি, গাড়ি, জমি কিনলেও শুভ যোগ রয়েছে।
৩. মিথুন রাশি- মিথুন রাশির জন্য তামার জিনিস ভীষণ শুভ। এর ফলে ধন্বন্তরীর আশীর্বাদ লাভ সম্ভব। তবে তামা ছাড়াও ইলেকট্রনিক্স ও সোনা-রূপো ও জমি কেনা যেতে পারে।
আরো পড়ুন :- হাতের তালুতে প্রচুর রেখা থাকার বৈশিষ্ট্য কী ? থাকলে কী করা উচিত জানুন
৪. কর্কট রাশি- কর্কট রাশির জাতক – জাতিকারা ধনতেরাসের দিনে স্টিলের বাসন কিনতে পারেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ সম্ভব । এছাড়াও সোনা, রুপোর গয়না কিনতে পারেন।
৫. সিংহ রাশি- এই রাশির জাতক – জাতিকারা সোনার কয়েন কিংবা গয়না কিনলে ভাল ফল পাবেন। এছাড়া কাঠের ফার্নিচার, তামার বস্তু ধনতেরাসে কেনা শুভ। শেয়ার বাজারে লগ্নি করলেও ভাল ফল পাবেন এই।
৬. কন্যা রাশি- এই রাশির জাতক – জাতিকারা ধনতেরাসের শুভ দিনে রুপোর কয়েন ও নতুন গাড়ি, জমি-সম্পত্তি , ইলেকট্রনিক্স কিনলে ভাল ফল পাবেন।
আরো পড়ুন :- কালী পুজোর দিন এই সহজ টোটকা গুলি পালনের মাধ্যমে ভাগ্য ফেরান
৭. তুলা রাশি- তুলা রাশির জাতক – জাতিকারা ধনতেরাসে রুপোর বাসন ও নতুন কাপড় কিনলে দারুণ ফল পেতে পারেন। এছাড়াও ফিক্সড ডিপোজিট করতে পারেন। তবে ভুল করেও গাড়ি কিনবেন না।
৮. বৃশ্চিক রাশি – এই রাশির জাতক – জাতিকারা ধনতেরাসের দিন সোনার গহনা ও পুজোর জিনিস কিনলে সুফল পাবেন। এছাড়া জমি-বাড়ি ক্রয়ও করতে পারেন।
৯. ধনু রাশি- ধনতেরাসের দিন এই রাশির জাতক – জাতিকারা রুপোর বাসন ও গাড়ি কিনতে পারেন । এর পাশাপাশি শেয়ার বাজারে লগ্নি , ইলেকট্রনিক্স জিনিস, এবং জমি-সম্পত্তি কিনলে ভাল ফল পাবেন।
১০. মকর রাশি- ধনতেরাসের শুভ দিনে এই রাশির জাতক – জাতিকারা রুপোর জিনিস, গাড়ি, স্টিলের ফার্নিচার , ইলেকট্রনিক্স জিনিস , সাজসজ্জার জিনিস, সম্পত্তি কিনলে ভাল ফল পাবেন।
১১. কুম্ভ রাশি – এই রাশির জাতক – জাতিকারা ধনতেরাসের দিন সোনা, রুপো ও স্টিলের বাসন কিনলে ধন বৃদ্ধি লাভ হবে । তবে এই দিন ভুলেও গাড়ি কিনবেন না।
১২. মীন রাশি- এই রাশির জাতক – জাতিকারা ধনতেরাসে সোনা ও রুপোর জিনিস কিনলে ভাল ফল পাবে। এই দিন ব্যবসা বা কর্মে উন্নতির জন্য নতুন কোনও চুক্তি ফাইনাল করতে পারেন।
আরো পড়ুন :- ভাগ্য পরিবর্তন করতে বাড়ির মহিলারা ঘুম থেকে উঠে করুন এই কাজ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)