বিড়াল রাস্তা কাটা অশুভ ? দেখুন আসল তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : নানা রকম সংস্কার সমাজে প্রচলিত আছে। তার মধ্যে কুসংস্কার ও অন্ধ বিশ্বাসও আছে। তার মধ্যে একটা বিড়ালের রাস্তা কাটা। আপনি কোথাও যাচ্ছেন, রাস্তা পেরলো একটা বিড়াল। তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই অশুভ কাটানোর জন্য রাস্তায় থুতু ফেলে এগিয়ে যায়। বিশেষ করে কালো বিড়াল রাস্তা কাটলে তা বিশেষ ভাবে অশুভ বলে মনে করেন অনেকে।

তবে এই বিশ্বাস গড়ে ওঠার পেছনে কী কারণ ? সত্যিই বিড়ালের রাস্তা কাটা কি অশুভ? এই বিষয়েই আলোচনা করব। জানেন শাস্ত্র অনুসারে রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয়। দুর্ঘটনার যোগ আসতে পারে রাহুর প্রভাবে। বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়াল হল রাহুল বাহন। বিড়াল পথ কাটলে তা অশুভ বলে মনে করা হয়। রাহু যেমন দুর্ঘটনার কারণ হতে পারে, তেমন বিড়াল রাস্তা কাটলে তার জন্য দুর্ঘটনা হতে পারে।

হিন্দু ধর্ম অনুসারে সম্পদের দেবী লক্ষ্মীর বোন হলেন অলক্ষ্মী। বিড়াল অলক্ষ্মীরও বাহন বলে মনে করা হয়। বিড়াল হল অশুভ আর সংকটের প্রতীক। তবে দীপাবলির দিন ঘরে বিড়ালের প্রবেশ শুভ বলে মনে করা হয়। ঘরে বিড়াল প্রবেশ করলে সমৃদ্ধির আগমন ঘটে। কর্নাটকের মাণ্ড্য জেলার বেক্কা গ্রামে বিড়ালকে শুভ বলে মনে করা হয়। প্রাচীন মিশরেও বিড়ালকে দেবী জ্ঞানে আরাধনা করা হত। বিশ্বের বিভিন্ন দেশেই বিড়ালকে ঘিরে বেশ কিছু শুভ ও অশুভ ধারণা প্রচলিত আছে।

বিড়ালের কান্নাও অশুভ বলে মনে করা হয়। বিড়ালের মুখে মাংসের টুকরো থাকলে তা শুভ বলে মনে করা হয়। ফলে সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে বিশ্বাস। বিড়ালকে ঘুমোতে দেখলে কোনও অসুখ বিসুখ হতে পারে বলে অনেকে মনে করেন। বিড়ালকে তার বাচ্চাদের নিয়ে যেতে দেখেন তাহলে তা শুভ বলে অনেকে মনে করেন। আপনি কোনও শুভ সংবাদ পেতে পারেন বা কোনও ঘনিষ্ঠ আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে। এর পিছনে কোনো বিজ্ঞান নেই।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন