বাড়িতে খুবই টিকটিকির উৎপাত ? দেখুন মুক্তির সহজ উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দেওয়ালে হেঁটে বেড়ানো সরীসৃপ প্রাণীকে দেখে অনেকেই ভয় পান। অন্ধকার বাথরুমে দেখলে তো ভয়ে সংজ্ঞা হারানোর মত অবস্থা হয়। কখনও দেওয়াল কখনও আসবাব সব জায়গায় দেখতে পাওয়া যায় জীবটিকে। কিন্তু এই নিরীহ টিকটিকি নামক জীবটির উৎপাত বন্ধ করবেন কী করে ? আসুন জেনে নিন টিকটিকির উৎপাত থেকে বাঁচার কিছু সহজ উপায় —-

ডিমের খোসা – ডিমের খোসা রাখলে আর টিকটিকি ঘরে আসে না। তাই ঘরের যে সমস্ত জায়গায় সবচেয়ে বেশি টিকটিকির উৎপাত সেখানে ডিমের খোসা রাখুন।

technical coching 2

গোলমরিচের স্প্রে — গোল মরিচ স্প্রে টিকটিকি তাড়ানোর এক মোক্ষম ওষুধ। এই ধরণের স্প্রে বাড়িতেও বানাতে পারবেন। এক বোতল জলে,  গোল মরিচ গুঁড়ো করে দিয়ে দিতে হবে। এই মিশ্রণ স্প্রে করে দিলেই, ব্যাস! আর কোনও দিন সামনে আসবে না এই সরীসৃপ।

ন্যাপথলিন – টিকটিকি তাড়াতে ন্যাপথলিন অত্যন্ত কাজে লাগে। বাড়ির শিশুদের নাগালের বাইরে, বাড়ির এক কোনে ন্যাপথলিন লুকিয়ে রাখতে হবে। আলমারির উপরেও রাখা যেতে পারে। তবে এমন জায়গায় রাখতে হবে, যাতে টিকটিকি এর সংস্পর্শে আসে।

আরো পড়ুন :- মোদীর রাজ্য থেকে ভোটের আগে উদ্ধার ৩১৭ কোটি টাকার জাল নোট !

ময়ূরের পালক – জানা গিয়েছে ঘরের দেওয়ালে ময়ূরের পালক রাখলে টিকটিকির উৎপাত কমে। তাই ঘরের দেওয়ালে সুন্দর ময়ূরের পালক রাখা যেতেই পারে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন