Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বর্তমান সময়ে আমরা গুড় সেই ভাবে ব্যবহার না করলেও আজ থেকে ২০-৩০ বছর আগে মানুষ চিনির থেকেও বেশি গুড়ের ব্যবহার করত। চিনি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তা মানুষ জানে। কিন্তু তবুও মানুষ চিনির ব্যবহার করে। কিন্তু আজও বহু মানুষ রয়েছে যারা চীনের থেকে বেশি গুড়ের ব্যবহার করে। তবে গুড় যে আমাদের খাবারেই ব্যবহার হয় তা নয়। জ্যোতিষ শাস্ত্র মতে , গুড় দিয়ে কিছু নিয়ম পালনের মাধ্যমে অর্থ লাভ হতে পারে। তবে চলুন দেখে নেয়া যাক গুড় দিয়ে কি কি নিয়ম পালনের মাধ্যমে অর্থ লাভ হতে পারে।
আরো পড়ুন :- নতুন বছর খুব ভালো যাবে বেশ কিছু রাশির, জানুন সেই রাশি গুলি কি কি
১. আর্থিক সমৃদ্ধি কেনা চায়। তাই নিজের আর্থিক সমৃদ্ধি দ্বিগুণ বৃদ্ধি করতে বৃহস্পতিবার একটি লাল কাপড়ে কিছুটা গুড়, এক টাকার একটি কয়েন, সামান্য কর্পুর এবং একটি লবঙ্গ একসঙ্গে বেঁধে মা লক্ষ্মীর সামনে রেখে দিন। সাত দিন পর সেই পুঁটলিটি নিয়ে নিজের টাকা রাখার জায়গার রেখে দিন। আর্থিক সমৃদ্ধি লক্ষ করবেন।
২. অনেক সময় বিয়েতে বাধা দেখা দেয়। ফলে বিয়ে হতে চায় না। আর বিয়েতে বাধা কাটাতে আটার সঙ্গে কিছুটা গুড় ও ঘি দিয়ে একসঙ্গে মেখে কাঁচা অবস্থায় সাদা গরুকে খাওয়ান। তবে ধবধবে সাদা গরু না হলেও চলবে। বেশ কিছু দিন এই ক্রিয়া করলে বিয়েতে বাধা কেটে যাবে।
৩. একদিকে যারা চাকরি পাচ্ছেন না এবং যাঁদের চাকরি রয়েছে কিন্তু পদোন্নতি হচ্ছে না। তাঁরাও তাঁদের চাকরির উন্নতির জন্য সকালে একটি রুটির সঙ্গে গুড় দিয়ে গরুকে খাইয়ে দিন। আর এই ক্রিয়াটি পর পর ন’দিন করতে পারলে খুব উপকার পাওয়া যাবে। আর যদি সম্বভ হয় এই ক্রিয়াটি যতদিন সম্বভ হবে চালিয়ে যাবেন।
৪. অনেক দিন ধরে ঋণে জর্জরিত, কিছুতেই ঋণের বোঝা থেকে মুক্তি পাচ্ছেন না, তবে গুড় দিয়ে করুন এই টোটকা। একটি লাল কাপড়ের মধ্যে সাত টুকরো গোটা হলুদ এবং একটি ছোট গুড়ের টুকরো নিয়ে একসঙ্গে বেঁধে আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন, তার পর ২১ দিন পরে সেই সব সামগ্রী জলে ভাসিয়ে দিন। এই ক্রিয়াটি যে কোনো বৃহস্পতিবার করতে হবে। আর তিন সপ্তাহ পর বৃহস্পতিবারাই তা জলে ভাসিয়ে দেবেন। এতে যে শুধু ঋণ মুক্তি থেকে মুক্তি পাবেন তা নয়, ব্যবসায় মন্দা থাকলেও তা কেটে যাবে।
আরো পড়ুন :- জীবনে নানা সমস্যায় জর্জরিত ? মুক্তি পেতে পালন করুন সহজ টিপস
আরো পড়ুন :- ভুলেও বাড়িতে রাখবেন না এই সব দেবতার মূর্তি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অনলাইনে সমস্ত সমস্যার সমাধান করা হয়। দক্ষিনা মাত্র ৪০০ (400) টাকা।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )