Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- চীনা ফেংশুই শাস্ত্রের অর্থ হল চিনা বাস্তুশাস্ত্র। এই শাস্ত্র মতে প্রতিটি জিনিসের মধ্যে কিছু এনার্জি থাকে। ফেংশুই মতে কিছু উপায় মেনে চললে সুস্থ থাকতে পারেন। আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারি ৷ জীবনের সবচেয়ে বড় সম্পদ স্বাস্থ্য। বাড়ির কেউ অসুস্থ থাকলে প্রতিনিয়ত সমস্যা হয়। আর নেতিবাচক শক্তিও এর জন্য দায়ী হতে পারে। তবে কিছু উপায় মেনে চললে আপনি সুস্থ জীবনযাপন করতে পারেন। তবে চলুন সেগুলির সমন্ধে জেনে নেওয়া যাক —–
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
১. যদি পেটের রোগে ভোগেন, তবে বালিশ নিয়ে শোয়া বন্ধ করুন। এছাড়া চীনা ফেংশুই মতে লাল এবং কালো চাদরে ঘুমানো ঠিক নয়।
২. চীনা ফেংশুই মতে মাথা ব্যথার সমস্যা থাকলে ঘরের যেই দিকে আয়না লাগানো আছে সেদিকে ঘুমাবেন না। আলোর নিচে ঘুমানো উচিত নয়। বিমের নিচে ঘুমালে মাথাব্যথা হতে পারে।
৩. চীনা ফেংশুই মতে ড্রাগন ঘরকে রক্ষা করে। ফলে চাইলে বাড়িতে ড্রাগনের ছবি রাখতে পারেন। পূর্ব দিককে বেশি গুরুত্ব দিতে হবে। পূর্ব দিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর দিক হিসেবে বিবেচনা করা হয়।
৪. ঘরে ঢোকার সময় জুতো খুলে ফেলতে হবে। বনসাই এবং ক্যাকটাস চীনা ফেংশুইতে ক্ষতিকারক বলে মনে করা হয়। ফলে এই গাছ ঘরে রাখবেন না। ফেংশুইতে কচ্ছপক ও মাছকে শুভ বলে মনে করা হয়। ঘরে রাখলে সমৃদ্ধি আসে। ফলে ঘরে কচ্ছপক রাখা সম্বভ না হলেও মাছ রাখতে পারেন।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)