Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বিভিন্ন পঞ্জিকা মতে, পৌষ মাসের শুক্ল পক্ষের দ্বাদশী তিথিতে মকর সংক্রান্তি পালন হয়। হিন্দু শাস্ত্রের উৎসব গুলির মধ্যে মকর সংক্রান্তি গুরুত্বপূর্ণ। সারা দেশে বিভিন্ন নামে এটি পালিত হয়। লোহরা, উত্তরায়ণ, খিচড়ি, তেহরি, পোঙ্গল ইত্যাদি নামেও পরিচিত। এই দিনে স্নান, দান, পূজা ও তিল খাওয়ার রীতি রয়েছে। এই সময় সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন। তাই মকর সংক্রান্তি নামে পরিচিত।
আরো পড়ুন :- চাকরি থেকে ব্যবসা, ২০২৩ সালে এই রাশির মানুষদের সৌভাগ্যের শিকড় ছিড়বে
পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৩ সালে, ১৫ জানুয়ারি, মকর সংক্রান্তি পালিত হবে। মকর সংক্রান্তির পুণ্যকাল মুহুর্ত সকাল ৭টা বেজে ১৫ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত। এই সময়ে স্নান করে সূর্যদেবের উদ্যেশ্য জল অর্পণ খুবই শুভ।
মকর সংক্রান্তির দিন কোন কোন কাজ গুলি করলে উপকৃত হবেন, দেখে নিন —-
১. জলে তিল ও গঙ্গাজল মিশিয়ে স্নান করা উচিত। গ্রহের দোষ দূর হয়।
২. সূর্যকে কালো তিল, গুড়, লাল চন্দন, লাল ফুল ও অক্ষত জল নিবেদন করলে গ্রহের দোষ দূর হয়।
৩. এই দিন দান করারও বিশেষ গুরুত্ব রয়েছে। মকর সংক্রান্তির দিনে গরিবদের দান করুন গ্রহের দোষ দূর হবে।
৪. এই দিন গুড় ও তিলের মিষ্টি খাওয়া আর খিচুড়ি তৈরি করে খাওয়ার রীতি আছে। গুড় ও তিলের মিষ্টি খাওয়ার ফলে গ্রহের দোষ দূর হয়।
আরো পড়ুন :- রাশি পরিবর্তন করছে সূর্য ! জানুন এর ফলে কোন কোন রাশির ভাগ্য উন্নতি হবে ?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )