জানেন পৃথিবীর ৭টি অবাক করা আশ্চর্য্য জিনিষ কি কি ? পড়ুন অজানা কাহিনী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : প্রাচীন কাল থেকেই মানুষ বিশ্বের আশ্চর্য জিনিস এর তালিকা তৈরি করে চলেছে। তার মধ্যে কোনোটা প্রাকৃতিক এবং কোনোটা কৃত্তিম । এটি সাধারণত পৃথিবীর মধ্যেই কোনো আশ্চর্য, সুন্দর বা অসাধারণ জিনিসের তালিকা ২০০৭ সালে আশ্চর্য জিনিসের নতুন তালিকা প্রকাশ করা হয়। পৃথিবীর ৭টি আশ্চর্য জিনিসের তালিকা নীচে বিস্তারিত ভাবে দেওয়া হলো। দেখে নিন একনজরে —

১. চীনের মহাপ্রাচীর : বিশ্বের দীর্ঘতম প্রাচীর। বিভিন্ন রাজবংশশে নির্মিত চীনের মহান প্রাচীর এর দৈর্ঘ্য ২১,১৯৬ কিলোমিটার। মিং রাজবংশের গ্রেট ওয়ালের দৈর্ঘ্য ৮৮৫১ কিলোমিটার এবং বেইজিংয়ের প্রায় ৫২৬ কিলোমিটার। এই প্রাচীরটির উচ্চতা প্রায় ৪ মিটার থেকে ৯ মিটার পর্যন্ত এবং চওড়া প্রায় ৯ মিটার এরও বেশি।

‘দ্য গ্রেট ওয়াল অফ চায়না’ র পরিদর্শনের সময়, গ্রীষ্মকালে সকাল ৬:৩০ থেকে সন্ধ্যে ৭:০০ পর্যন্ত এবং শীতকালে সকাল ৭:০০ থেকে সন্ধ্যে ৬:০০ পর্যন্ত।

আরও পড়ুন : ভারতীয়দের টাকায় পেট চলছে ভিখারি পাকিস্তানের !

২. পেত্রা : বর্তমানে জর্দানের দক্ষিণ-পশ্চিমের একটি গ্রাম ‘ওয়াদি মুসা’ র ঠিক পূর্বে ‘হুর’ পাহাড়ের পদতলে অবস্থিত। পেত্রা প্রায় ২৬৪ বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে বিস্তৃত, উচ্চতা প্রায় ৮১০ মিটার।

৪০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২০০ খ্রিস্টপূর্বব্দ পর্যন্ত এটি গাবাতাইন রাজ্যের রাজধানী ছিলো। পেত্রা নামটি একটি গ্রিক শব্দ ‘petros’ থেকে এসেছে বলে মনে করা হয়। যার অর্থ পাথর। পাথরের তৈরী বলে এমন নামকরন করা হয়েছে। একসময় এই নগরীটি অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত একটি দুর্গ ছিল। ১৯৮৫ সালে ইউনেস্কো একে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ ঘোষনা করে। ২০০৭ সালে পেত্রাকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে নতিভুক্ত করা হয়।

৩. দ্য রোমান কলোসিয়াম : রোম শহরে অবস্থিত একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ। এটি সাধারনত বিভিন্ন প্রদর্শনী এবং কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছিল। ৭০ থেকে ৭২ খ্রিস্টাব্দের মাসে কোনো এক সময় এটি নির্মানের কাজ শুরু করা হয়েছিল। ইউনেস্কো ১৯৯০ সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের স্বীকৃতি দেয়। ২০০৭ সালে একে বিশ্বের সপ্তমশ্চর্যের মধ্যে একটি বলে নির্বাচিত করা হয়।

৪. চিচেন ইতজা : চিচেন ইতজা মেক্সিকোর উত্তরে য়ুকাতান উপদ্বীপে অবস্থিত মায়া সভ্যতার একটি বড় শহর। এই চিচেন ইতজার কেন্দ্রে অবস্থিত ছিল একটি পিরামিড। এটা প্রি-কলাম্বিয়ান যুগের একটি কেন্দ্রবিন্দু। এই পিরামিড টি মূলত সূর্য দেবতার মন্দির হিসেবে পরিচিত ছিল। এই মন্দিরটি চিচেন ইতজার প্রতীক। প্রতিবছর প্রায় ২০ লক্ষের বেশি মানুষ চিচেন ইতজা দর্শন করতে যায়। ২০০৭ সালে এটি মেক্সিকোর সবথেকে গুরুত্বপূর্ণ স্থান ছিল পর্যটকদের কাছে।

৫. মাচুপিচু : মাচুপিচু পেরুর সবচাইতে আকর্ষণীয় দর্শনীয় স্থান। শহরটি ১৪৫০ সালের দিকে নির্মাণ করা হয়। এই শহরটি নির্মাণের ১০০ বছরের মধ্যেই এটি পরিত্যাক্ত হয়ে পড়ে। ইনকা সভ্যতা স্পেন দ্বারা আক্রান্ত হবার কারনে এটি ধ্বংস হয়। তারপর কয়েকশ বছর এই শহরটি অজ্ঞাত অবস্থায় থাকে। ১৯৮১ সালে মাচুপিচুকে পেরুর ‘সংরক্ষিত ঐতিহাসিক এলাকা’ হিসেবে ঘোষনা করা হয়। এই শহরটিতে পুরোনো ধ্বংসাবশেষ ছাড়াও রয়েছে প্রাকৃতিক উদ্ভিদ, জীব এবং বৈচিত্র।

৬. তাজমহল : তাজমহল উত্তরপ্রদেশ আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন।

আরও পড়ুন : পতনের সময় উপস্থিত ‘পাগলা রাজা’ কিমের !

প্রতিবছর প্রায় ২০ লক্ষের বেশি মানুষ এটি পরিদর্শন করতে যায়। ১৯৮৩ সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিয‍্যবাহী স্থান হিসেবে তালিকা ভুক্ত করে। এবং ২০০৭ সালে এটিকে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়।

৭. ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি, রিওদা জেনরিও, ব্রাজিল : ব্রাজিলের দক্ষিণপূর্ব শহর রিও ডি জেনেরিওতে যিশুর একটি বিশাল মূর্তি। পাহাড়ের চূড়ায় যিশু দুহাত প্রসারিত করে আছেন। পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের শতবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে ৭ই জুলাই ২০০৭ সালে এটিকে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে তালিকাভুক্ত করা হয়। #End

আরো পড়ুন : ‘গদ্দারদের সঙ্গে লড়তে হচ্ছে’ ! মমতার মুখে NRC হুংকার

আরও পড়ুন : চাকরি থেকে অবসরের বয়স বাড়ালেন মমতা !

আরও পড়ুন : শুনতে পারবেন না মামলা ! মহাবিপদে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন : মমতাকে নিয়ে কোনো মন্তব্য করবো না ! বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায

আরো খবর দেখতে নিচের ছবিতে ক্লিক করুন

আরও পড়ুন : কিভাবে চিনবেন আপনার প্রকৃত বন্ধুকে ? পড়ুন চানক্য নীতি

আরও পড়ুন : বদলে যাচ্ছে সিলেবাস ! ইঙ্গিত পর্ষদের

আরও পড়ুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে

আরও পড়ুন : পৃথিবী জুড়ে ভয়াবহ জলবায়ু পরিবর্তন ! ধ্বংসের মুখে মানবজাতি

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

আরো পড়ুন :- BIG NEWS: এবার আধার-রেশন কার্ড লিঙ্ক করা যাবে, সম্পূর্ণ বিনামূল্যে

আরও পড়ুন :- বকেয়া DA: এবার হাইকোর্টে ভারতীয় সেনা

আরও পড়ুন :- BIG NEWS: অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন