Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উচ্চমাধ্যমিক রেজাল্ট রিভিউ ২০২৫ প্রকাশিত হওয়ার পর অনেক ছাত্র ছাত্রীই হয়তো সন্তুষ্ট নন তাদের প্রাপ্ত নম্বর নিয়ে। এই অবস্থায় West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) ছাত্র ছাত্রীদের রিভিউ (Review) এবং স্ক্রুটিনি (Scrutiny) করার সুযোগ দেয়। স্ক্রুটিনি (Scrutiny) হল খাতা পুনরায় গোনা হয়, কোনো প্রশ্ন বাদ পড়েছে কি না তা যাচাই হয়, রিভিউ (Review) হল নির্দিষ্ট শর্তসাপেক্ষে খাতা নতুন করে দেখা হয়।
উচ্চমাধ্যমিক রেজাল্ট রিভিউ ও স্ক্রুটিনির বিস্তারিত নিয়ম
যেই সব ছাত্র ছাত্রী মনে করছেন তারা প্রত্যাশার তুলনায় কম নম্বর পেয়েছেন, কম পক্ষে ২০% নম্বর প্রাপ্ত হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে রিভিউ করার জন্য, অনলাইনে আবেদন করার সময় সীমা ও ওয়েবসাইট, ফল প্রকাশের পরপরই WBCHSE নির্দিষ্ট সময় সীমার মধ্যে আবেদন করার সুযোগ দেয়। ৮ই মে থেকে ২২ শে মে ২০২৫ পর্যন্ত এই সুযোগ দেওয়া হবে সকল পড়ুয়াদের এবং এই জন্য ১৫০ – ৮০০ টাকা পর্যন্ত খরচ করা হয়।
আরও পড়ুন:- পাক সেনার গুলিতে পরপর মৃত্যু, ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন সীমান্তবর্তী গ্রামবাসীরা
উচ্চমাধ্যমিক রেজাল্ট রিভিউ ও স্ক্রুটিনির অনলাইন পদ্ধতি
- WBCHSE র অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- রেজাল্ট রিভিউ/স্ক্রুটিনির অপশন সিলেক্ট করুন।
- রোল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিন।
- আবেদনযোগ্য বিষয় সিলেক্ট করুন।
- নির্ধারিত ফি জমা দিন অনলাইনে।
- আবেদন সাবমিট করে প্রিন্ট কপি রেখে দিন।
রিভিউ বা স্ক্রুটিনির ফল কখন আসবে?
WBCHSE সাধারণত আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার ৩ – ৪ সপ্তাহের মধ্যে সংশোধিত ফলাফল প্রকাশ করে, সংশোধিত ফলাফল দেখতে পারবেন সেই একই ওয়েবসাইটে গিয়ে। একবার আবেদন করার পর তা বাতিল করা সম্ভব নয়, শুধুমাত্র থিওরি বিষয়ের জন্যই রিভিউ ও স্ক্রুটিনির আবেদন করা যায়, প্র্যাকটিক্যাল খাতার রিভিউ বা স্ক্রুটিনি হয় না। আবেদন করার সময় ইন্টারনেট সংযোগ ঠিক রাখুন, সঠিক বিষয়ের নাম ও কোড নির্বাচন করুন, ফি জমা দেওয়ার পর পেমেন্ট কনফার্মেশন ডাউনলোড করে রাখুন।
আরও পড়ুন:- ওষুধ ছাড়াই কয়েক দিনে বেড়ে যাবে হিমোগ্লোবিন, এই ৫ খাবার খান