Bangla News Dunia, বাপ্পাদিত্য:- AC চালানোর সময় ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়। তবে কিছু সহজ নিয়ম মেনে চললে খরচ কমানো সম্ভব।
AC চালানোর সময় ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াসে রাখুন। তাপমাত্রা যত কম করবেন, খরচ তত বেশি হবে।
AC চালানোর সময় ছাদ বা পেডেস্টাল ফ্যান চালান। এতে বাতাস সারাঘরে ছড়িয়ে পড়ে, AC-এর উপর চাপ কমে এবং বিদ্যুৎ খরচ কম হয়।
AC চালানোর সময় পর্দা টেনে রাখুন বা ব্ল্যাকআউট কার্টেন ব্যবহার করুন। এতে ঘর ঠান্ডা থাকবে এবং AC-কে বেশি কাজ করতে হবে না।
আরও পড়ুন:- পার্বতী বাউলকে তাড়িয়েই দিল আমেরিকা ? কারণ জানতে বিস্তারিত পড়ুন
বারবার AC বন্ধ না করে ২৮-৩০ ডিগ্রিতে রেখে দিন। বন্ধ করলে আবার চালানোর সময় বেশি বিদ্যুৎ খরচ হয়।
AC-এর ফিল্টার নোংরা থাকলে শীতলীকরণ কম হয়, ফলে খরচ বাড়ে। মাসে একবার ফিল্টার পরিষ্কার করুন।
সারারাত AC চালাবেন না। টাইমার সেট করুন, যেন ঘুমের পর নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায়।
AC চালানোর সময় জানালা-দরজা বন্ধ রাখুন। বাতাস বেরিয়ে গেলে AC-কে বেশি কাজ করতে হয়, ফলে খরচ বাড়ে।
ইনভার্টার AC সাধারণ AC-এর তুলনায় ৩০-৫০% বিদ্যুৎ সাশ্রয় করে।
আরও পড়ুন:- এই শেয়ারের দাম টানা ৫ দিন ধরে বেড়ে চলেছে, ১৮৯% মুনাফা বৃদ্ধি। জেনে নিন