Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সম্প্রতি Airtel তার এক জনপ্রিয় এবং সাশ্রয়ী রিচার্জ প্ল্যানে চুপিসারে বড় পরিবর্তন এনেছে। অনেক গ্রাহকই এই পরিবর্তনের কথা না জেনে প্ল্যান রিচার্জ করছেন এবং পরে বুঝতে পারছেন, তাদের পূর্বের সুবিধা আর থাকছে না। এই পরিবর্তন বিশেষ করে মধ্যবিত্ত ও বাজেট রিচার্জ ব্যবহারকারীদের জন্য একপ্রকার ধাক্কার মতো। নিচে ধাপে ধাপে এই পরিবর্তনের বিস্তারিত আলোচনা করা হলো।
Airtel এর জনপ্রিয় সস্তা প্ল্যানে বড় পরিবর্তন
Airtel এর ২৮ দিনের একটি জনপ্রিয় সস্তা রিচার্জ প্ল্যানে আগে যেই সব সুবিধা পাওয়া যেত, তা ছিল বেশ আকর্ষণীয়, প্রতিদিন 1.5 GB ডেটা, আনলিমিটেড কলিং, দৈনিক ১০০ SMS, Airtel Xstream ও Wynk Music এর সাবস্ক্রিপশন, এই প্ল্যানটি দীর্ঘ দিন ধরেই বাজেট ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল। এয়ারটেল তাদের এই জনপ্রিয় প্ল্যানে কিছু সুবিধা সরিয়ে দিয়েছে বা সীমিত করেছে।
ডেটা সুবিধা কমানো হয়েছে এখন প্রতিদিন 1.5 GB এর পরিবর্তে 1 GB ডেটা দিচ্ছে, কনটেন্ট সাবস্ক্রিপশন সরানো হয়েছে Xstream বা Wynk Music এর ফ্রি এক্সেস আর থাকছে না, SMS সীমিত করা হয়েছে: দৈনিক ১০০ SMS এর জায়গায় এখন ৫০ SMS পাওয়া যাচ্ছে, এই পরিবর্তন গুলো গ্রাহকদের জন্য বেশ সমস্যার কারণ হয়ে দাড়াচ্ছে, বিশেষ করে যারা প্রতিদিন বেশি ইন্টারনেট ব্যবহার করেন।
আরও পড়ুন:- পাকিস্তানের এই দুঃসময়ে হাত ছাড়ল ‘পরম বন্ধু’, জানতে বিস্তারিত পড়ুন
কেন এই পরিবর্তন?
বিশেষজ্ঞদের মতে, Airtel এই পদক্ষেপ নিয়েছে ব্যয় সংকোচ এবং লাভ বৃদ্ধির কৌশল হিসেবে। যদিও কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে টেলিকম বাজারে প্রতিযোগিতা ও খরচ বৃদ্ধির কারণেই হয়তো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিবর্তনকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানাচ্ছেন – “রিচার্জ করার পর বুঝলাম আগের সুবিধা আর নেই!”, “একটাও নোটিফিকেশন না দিয়ে প্ল্যান পাল্টে দিল”।
বিকল্প হিসেবে কী করবেন?
যদি আপনি এই পরিবর্তনে ক্ষুব্ধ হন, তাহলে কিছু বিকল্প বিবেচনা করতে পারেন – অন্য টেলিকম কোম্পানির প্ল্যান যাচাই করুন Jio ও Vi র কিছু প্ল্যান এখনো একই দামে ভালো সুবিধা দিচ্ছে, Airtel এর অন্য প্ল্যান দেখুন কিছু লং টার্ম প্ল্যানে এখনো বেশি সুবিধা পাওয়া যাচ্ছে, ডেটা টপ আপ ব্যবহার করুন: কম দামে অতিরিক্ত ডেটা রিচার্জ করে প্রয়োজন মেটানো যেতে পারে। আগের থেকে জেনে নিয়ে তবেই মোবাইলে টাকা ভরুন।
আরও পড়ুন:- দেশের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক কমান্ডো কারা ? জেনে নিন