ATM এর নতুন নিয়ম ! যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই জানুন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : যদি প্রতিনিয়ত এটিএম ব্যবহার করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। হ্যাঁ, ২০২৫ এর ১লা মে থেকে এটিএম লেনদেনের ক্ষেত্রে দেশের বৃহত্তর ব্যাংকগুলি এমন কিছু পরিবর্তন এনেছে, যেগুলি সম্পর্কে আগে থেকেই অবগত হওয়া জরুরী। 

ভারতীয় স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, HDFC ব্যাংক সহ আরও বেশ কিছু ব্যাংক এটিএম-এর নতুন নিয়ম ইতিমধ্যে চালু করেছে। ফলে এবার গ্রাহকদের পকেট থেকে যাচ্ছে বাড়তি চার্জ।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

আরবিআই এর নয়া নির্দেশিকা

আসলে এই সবকিছুর মূলে রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। গত ২৮শে মার্চ, ২০২৫ আরবিআই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেখানে স্পষ্ট জানানো হয়েছিল, এটিএম লেনদেনের বিনামূল্য সীমা অতিক্রম করার পর এবার চার্জ বৃদ্ধি করা হবে। আর এই নির্দেশিকার জেরে ১লা মে থেকে নতুন চার্জ নির্ধারণ করেছে এটিএম সংস্থাগুলি।

কী কী বদল আসলো এটিএম পরিষেবায়?

প্রথমত এটিএম-এ বিনামূল্যে লেনদেনের সীমা বাড়ানো হয়েছে। এবার থেকে নিজের ব্যাংকের এটিএমে প্রতি মাসে সর্বোচ্চ পাঁচটি লেনদেন করা যাবে এবং অন্যান্য ব্যাংকের এটিএমে মেট্রো শহরের ক্ষেত্রে তিনটি বিনামূল্য লেনদেন এবং নন-মেট্রো শহরের ক্ষেত্রে পাঁচটি বিনামূল্যে লেনদেন করা যাবে।

তবে জানিয়ে রাখি, আগে প্রতি অতিরিক্ত লেনদেনের চার্জ ছিল ২১ টাকা। আর এবার প্রতি অতিরিক্ত লেনদেনের ক্ষেত্রে সেই চার্জ ২৩ টাকা করা হয়েছে। তবে সঙ্গে জিএসটিও দিতে হবে। এমনকি পিএনবির মতো কিছু ব্যাংক নন ফাইনান্সিয়াল লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত ১১ টাকা চার্জ ধার্য করেছে। 

কোন ব্যাংকগুলোতে এই নয়া নিয়ম চালু হয়েছে?

বেশ কিছু সূত্র বলছে, ১লা মে থেকে ভারতীয় স্টেট ব্যাংক, HDFC ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, IndusInd ব্যাংকসহ দেশের আরো কয়েকটি বড় বড় ব্যাংক এই নতুন চার্জ এবং সীমাবদ্ধতা কার্যকর করে ফেলেছে। তারা স্পষ্ট জানিয়েছে যে, বিনামূল্যের সীমা পার হলে এবার প্রতিটি লেনদেনের জন্য ২৩ টাকা এবং অতিরিক্ত চার্জ গুনতে হবে। 

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন