ATM, UPI থেকে ন্যূনতম ব্যালেন্স ! ১ জুন থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের সব নিয়ম

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ব্যাংকিং পরিষেবার সঙ্গে যদি নিয়মিত যুক্ত থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। ১ জুন, ২০২৫ থেকে বদলে যাচ্ছে দেশের ব্যাংকিং পরিষেবায় বিভিন্ন নিয়ম (Bank Rules)। অনেকেই হয়তো জানেন না যে, এই পরিবর্তনগুলি সরাসরি প্রভাব ফেলবে দৈনন্দিন লেনদেন এবং মাসিক ব্যয়ের উপর। চলুন কী কী পরিবর্তন আসছে, সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

আরও পড়ুন:- ১ জুন থেকে ৭ নিয়মে বড় বদল, পকেটে পড়বে চাপ । বিস্তারিত জেনে নিন

এটিএম লেনদেনের নয়া নিয়ম

একসময় এটিএম থেকে যত খুশি টাকা তোলা যেত। কিন্তু এখন সেই সময় শেষ। কারণ নতুন নিয়ম অনুযায়ী মাসে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে ব্যাংকগুলি। আর এরপর প্রতি অতিরিক্ত লেনদেনের জন্য গুনতে হবে বাড়তি চার্জ।

জানা যাচ্ছে, এসবিআই গ্রাহকরা ৫টি ফ্রি লেনদেনে পাবে। এরপর প্রতিবার ট্রানজেকশনের জন্য ২১ টাকা ফি দিতে হবে। তবে HDFC ও ICICI ব্যাংকে এই সীমা শহরভেদে তিনটি পর্যন্ত করা হতে পারে।

আরও পড়ুন:- কেমন আছে পুরুলিয়ার এই ‘ভূতের’ স্টেশন ? পরিস্থিতি কি বদলেছে ? জানতে পড়ুন এই বিশেষ প্রতিবেদন

ন্যূনতম ব্যালেন্স না রাখলে গুনতে হবে জরিমানা

বেশিরভাগ গ্রাহক জানেন না যে, ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স না থাকলে চুপি চুপি টাকা কেটে নেওয়া হয়। আর এবার সেই নিয়ম আরো জোরদার করা হচ্ছে। মেট্রো শহরে এবার সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে মিনিমাম ১০,০০০ টাকা। নইলে জরিমানা বাবদ ২৫০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত কেটে নেওয়া হতে পারে। এমনকি গ্রামীণ এলাকায় এই সীমা ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত করা হচ্ছে।

ফিক্সড ডিপোজিটে সুদের হারের পরিবর্তন

যদি আপনার কোনও পুরনো ফিক্সড ডিপোজিট থাকে, তাহলে এবার সুদ কম পেতে পারেন। কারণ আরবিআই এর রেপো রেট অনুযায়ী জুন থেকে সুদের হার কমে যেতে পারে। আর এখনও পর্যন্ত অনেক ব্যাংক ৬.৫% থেকে ৭.৫% সুদ দিচ্ছে। তবে পরিবর্তন আসা অস্বাভাবিক কিছু নয়। 

আরও পড়ুন:- বর্ষাকালে কলকাতার কোন ৮ এলাকা বিপজ্জনক? কি ব্যবস্থা নিচ্ছে পুরসভা ? জানুন

ইউপিআই লেনদেনে পরিবর্তন

যারা এতদিন ছোট বড় সমস্ত লেনদেনের জন্য ইউপিআইকে ভরসা করত, তাদের জন্য এবার বিরাট আপডেট। এবার নির্দিষ্ট সীমা পর্যন্তই ফ্রিতে লেনদেন করা যাবে বলে জানানো হয়েছে। আর সর্বোচ্চ সীমা ১ লক্ষ টাকা পর্যন্ত করা হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। এর বেশি লেনদেন করলে অতিরিক্ত চার্জ দিতে হবে।

অনলাইন ব্যাংকিং-এ আরও নিরাপত্তা যোগ হচ্ছে

জালিয়াতি আটকানোর জন্য ব্যাংকগুলি এবার ওটিপি এবং নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করছে। জানা যাচ্ছে, টু-স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং বেশি অংকের লেনদেনের জন্য মোবাইল ওটিপির সঙ্গে ইমেইল ওটিপিও লাগতে পারে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে বায়োমেট্রিক বা ফেস আইডি চালু করা হতে পারে।

আর এই পরিবর্তনগুলির মাধ্যমে মূলত বয়স্ক ব্যক্তিরা যারা, এখনো ডিজিটাল ব্যাংকিং-এ সেরকমভাবে অভ্যস্ত নন, তারা যে বিরাট প্রভাবিত হবে, তা বলার অপেক্ষা রাখে না। এর পাশাপাশি ছোট ব্যবসায়ীরা, যারা প্রতিদিন লগত লেনদেন করে এবং যাদের ব্যাংক ব্যালেন্স ন্যূনতম সীমার নিচে নেমে যায়, তারা সমস্যার মুখোমুখি পড়বেন।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন