Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- রবিবার সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। এই দিনটি সূর্য দেবতার পুজোর জন্য খুবই শুভ বলে মনে করা হয়। কুণ্ডলিতে সূর্য যদি শুভ অবস্থানে থাকে, তাহলে কোনো ব্যক্তি জীবনে অনেক উন্নতি করেন এবং প্রতিটি কাজে সাফল্য পান। সূর্যের অবস্থান ভালো থাকলে মানুষের স্বাস্থ্য সবসময় ভালো থাকে। কুণ্ডলীতে সূর্যের শক্তিশালী অবস্থান জীবনে সুখ, সম্পদ এবং খ্যাতি নিয়ে আসে।
আরো পড়ুন :- মার্গী অবস্থানে যেতে চলেছে শুক্র ! ফলে ভাগ্য খুলবে ৩টি রাশির
যদি সূর্য দুর্বল বা পীড়িত অবস্থায় থাকে, তবে ব্যক্তি প্রায়শই অসুস্থ থাকে, ধন-সম্পদ ও মানসম্মান হানি হয় এমনকি তার করা কাজও নষ্ট হতে থাকে। রবিবার কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে সূর্য দেবতা প্রসন্ন হন। সূর্যের কৃপায় পথে আসা সব বাধা দূর হয়। চলুন জেনে নেওয়া যাক রবিবার কি কি করবেন ?
১. রবিবার, খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করা উচিত এবং তারপর পরিষ্কার কাপড় পরিধান করা উচিত। এরপর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। অর্ঘ্য নিবেদনের সময় ওম সূর্যায় নমঃ ওম বাসুদেবায় নমঃ ওম আদিত্য নমঃ মন্ত্রটি জপ করতে হবে।
২. রবিবার সূর্যকে জল অর্পণ করার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। এই দিনে তামার পাত্র থেকে সূর্যদেবকে জল অর্পণ করা শুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি সূর্যদেবকে ফুল, সিঁদুর, গোটা চাল অর্পণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
আরো পড়ুন :- বছরের শেষ সূর্যগ্রহণে তৈরি হবে অশুভ যোগ ! সমস্যায় পড়বে এই ৫টি রাশি
৩. রবিবার কপালে চন্দনের তিলক লাগানো খুব ভালো মনে করা হয়। বাড়ি থেকে বের হলেই কপালে চন্দনের তিলক লাগান। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সফল হয়।
৪. হিন্দু ধর্মে দেশি ঘি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। তাই রবিবার ঘরের বাইরের দরজার দুই পাশে দেশি ঘি এর প্রদীপ জ্বালাতে হবে। এতে করে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং ধন-সম্পদ ও সমৃদ্ধি দান করেন।
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)