Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আর হাতেগোনা মাত্র কয়েকদিন পরেই দুর্গাপূজা। ইতিমধ্যে পূজোর আনন্দে মেতে উঠেছে সকলে। আর দুর্গাপূজার ঠিক পরেই অনুষ্ঠিত হবে শারদ পূর্ণিমার কোজাগরী লক্ষ্মীপূজা। দুর্গাপূজার দশমীর পরই শুরু হয়ে যায় লক্ষ্মীপূজার আয়োজন। চলতি বছর কবে ও কখন লক্ষ্মী পূজো হবে? এক নজরে দেখে নিন পূজোর নির্ঘণ্ট।
মূলত, ধন, যশ খ্যাতি প্রাপ্তির আশায় প্রতি ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। বাঙালির উৎসবে দুর্গাপুজোর পরই অনুষ্ঠিত হয় শারদ পূর্ণিমায় আশ্বিনের লক্ষ্মীপুজো। এই লক্ষ্মীপুজো কোজাগরী লক্ষ্মীপুজো নামেই পরিচিত। ‘কোজাগরী’ শব্দের অর্থ,’কে জেগে আছ?’ শারদ পূর্ণিমার রাতে এই দেবীর আরাধনা করা হয়ে থাকে। ২০২৪ সালে কোন তারিখ এবং তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা পড়েছে দেখে নিন।
চলতি বছর ১৬ই অক্টোবর, বুধবার পড়েছে কোজাগরী লক্ষ্মীপুজো। পূর্ণিমার তিথি পড়েছে ১৬ অক্টোবর থেকে। ১৬ অক্টোবর সন্ধ্যা ৭ টা ২৩ মিনিট ৪৫ সেকেন্ডে পূর্ণিমা তিথি পড়বে যা থাকবে ১৭ অক্টোবর সন্ধ্যা ৫ টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত।
প্রত্যেক বাঙালির ঘরে কোজাগরী লক্ষ্মীপুজোর আলাদা কিছু রীতি রয়েছে। যেমন কলার ছররা দিয়ে তৈরি হয় বাণিজ্য তরী, আবার পূজার বেদীতে অনেকে সোনা, রুপোও রাখেন। পুজোর আল্পনাতেও বিশেষ চিহ্ন লক্ষ করা যায়। ধানের শিসের অনুকরণে আঁকা হয় আল্পনা এবং পূর্ণিমার রাতে করা হয় দেবীর আরাধনা।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।