Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :– শ্রাবণ মাস হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। ২২ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে এবং শেষ হবে ১২ অগাস্ট। অন্য দিকে সংক্রান্তি অনুযায়ী ১৬ জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে সংক্রান্তির পরের দিন অর্থাৎ ১৭ জুলাই থেকে শ্রাবণ মাসের সূচনা ধরা হবে এবং শেষ হবে ১৭ আগস্ট। গোটা শ্রাবণ মাস জুড়ে, বিশেষত সোমবার করে, মহাদেবের আরাধনা করা হয়। এই মাসটি শিব ভক্তদের জন্য বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। এই দিনে কিছু নির্দিষ্ট কাজ করলে ভগবান শিব সন্তুষ্ট হন এবং ভক্তদের জীবনে সুখ, সমৃদ্ধি, টাকা-পয়সা এবং প্রেম আনেন।
শ্রাবণ মাসে করণীয় :
-
উপবাস : সোমবার উপবাস রাখাটা অত্যন্ত শুভ।
-
রুদ্রাভিষেক : এই দিনে ভগবান শিবের রুদ্রাভিষেক করলে অশেষ ফল লাভ হয়।
-
মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ : মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র। শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মন্ত্র জপ করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয়।
-
শিবলিঙ্গে জল অর্ঘ্য : প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালা অত্যন্ত শুভ।
-
বেলপাতা দিয়ে পূজা : ভগবান শিবের বেলপাতা অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে বেলপাতা দিয়ে মহাদেবের পুজো করলে তিনি সন্তুষ্ট হন।
-
ধুনো পোড়ানো : ধুনো পোড়ানো শিব পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ। সোমবার করে পুজোর সময় ধুনো পোড়ালে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয়।
-
জাগরণ : শ্রাবণের শেষ সোমবার রাত জেগে ভগবান শিবের নাম স্মরণ করা অত্যন্ত পুণ্যকর।
-
দান-ধর্ম: পুজোর পাশাপাশি দরিদ্র-অসহায়দের দান করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয়।
শ্রাবণ মাসের কিছু বিশেষ কাজ:
-
সোমবার শিব লিঙ্গের সামনে বসে, ১০৮ বার শান্ত মনে ‘ঔঁ নমঃ শিবায়’ জপ করুন। রোজ করতে পারলে খুবই ভাল।
-
সোমবার শিব ও পার্বতীর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। ‘ঔঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করুন। এতে শিব-পার্বতীর আশীর্বাদে প্রেম জীবনে সুখের জোয়ার আসবে।
মনে রাখবেন, শ্রাবণ মাস ভক্তদের জন্য বিশেষভাবে শুভ। এই মাসে মহাদেবের প্রতি পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে উপরে উল্লেখিত কাজগুলি করলে তাঁর আশীর্বাদ লাভ হবে এবং জীবনে সুখ, সমৃদ্ধি, টাকা-পয়সা এবং প্রেম আসবে।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।