Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নুনের গুণে ফিরবে সুখ ! রোজকার রান্নার কাজে খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান হল নুন বা লবন। এই নুন যেকোনো রান্নায় স্বাদ আনতে খুব সাহায্য করে। আবার কোনো খাবারে বেশি নুন যেমন রান্নাকে বিস্বাদ করে তোলে, তেমনই কিন্তু আবার রান্নায় সঠিক পরিমাণ নুন প্রয়োগে সেই রান্নার স্বাদ বদলে যায়। তবে শুধু মাত্র রান্নার কাজে নয়, বাস্তু ও জ্যোতিষ বিদদের মতে নুনের সঠিক ব্যবহার সব মানুষের সৌভাগ্য ফেরায়। কিন্তু সেটা কিভাবে ?
এক নজরে জেনে নিন —–
১. আপনার বাড়ির প্রধান দরজা, যেখান দিয়ে সবাই যাতায়াত করে, সেই দরজার পিছন দিকে বা মাঝখানের দিকে একটি পাত্র কিছুটা নুন রাখুন।
তবে অবশ্যই ১০ দিন বাদে বাদে সেই নুন বদলে দেবেন। এতে আপনার পরিবারের সব সদস্যদের উপর থেকে সব রকম নেগেটিভ এনার্জির প্রভাব কমতে থাকবে।
২. বাড়িতে অসুস্থ ব্যক্তির মাথার পাশে ছোট পাত্রে নুন রেখে দিয়ে নিয়মিত বদলান। দেখবেন সেই ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হবে।
৩. তবে কোনো দিন কারোকে নুন কাউকে দেওয়ার সময় এক দমই হাতে দেবেন না। সেটা চামচ বা পাত্রে করে দিন।
৪. কোনো দিন নুন মাটিতে ফেলাও একদম উচিত নয়।
৫. ঘর মোছার জলের মধ্যে সামান্য নুন মিশিয়ে মুছলে নেগেটিভ শক্তি প্রবেশে বাঁধা হয়।
আরো পড়ুন :- জানুন ঠাকুর ঘরে ঠাকুরের মুখ কোন দিকে রাখা উচিত
৬. জলে নুন মিশিয়ে খেলে মানসিক শক্তি বাড়ে।
৭. ঘরের সদর দরজার সামনে লাল কাপড়ে নুন বেঁধে ঝুলিয়ে দিন ফলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না।
এই সকল বিষয় মেনে চলুন আর ভালো থাকুন।
Highlights
1. নুনের গুণে ফিরবে সুখ !
2. এই সকল বিষয় মেনে চলুন আর ভালো থাকুন
#Salt #Vastu