Big Breaking : ধ্বংস পাকিস্তানের F-16 ! জীবিত গ্রেফতার পাক বিমানের পাইলট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পাকিস্তানের যুদ্ধবিমানকে ধ্বংস করেছে ভারত। জয়সালমীরে নামানো হয় পাকিস্তানের F-16 বিমানকে। ওই বিমানের পাইলটকে জীবন্ত অবস্থায় ধরেছে ভারত। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : ভারতের S-400 VS পাকিস্তানের HQ-9 ডিফেন্স সিস্টেম, কে কতটা এগিয়ে ? জানুন

অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার ভারতের একাধিক শহরে হামলার চেষ্টা ভারতের। শত্রু দেশের হামলা আকাশেই শেষ করে দিল ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রচলিত রাস্তায় হামলা করার সাহস ভারতের নেই। কারণ, ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্সের মোকাবিলা করা সম্ভব নয় ভারতের বায়ুসেনার তরফে। সে কারণে জয়সলমীর, পাঠানকোট, পাঞ্জাব পুঞ্চ একাধিক জায়গায় হামাসের স্টাইলে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল।

কিন্তু তা আকাশেই রুখে দিল ভারতের এয়ার ডিফেন্স। পাকিস্তানের এফ-১৬, জেএফ-১৭ দুই যুদ্ধবিমানও আকাশেই গুঁড়িয়ে দেওয়া হয়। জানা যাচ্ছে, মূলত এস ৪০০, এল ৭০ এয়ার ডিফেন্স দিয়ে রুখে দেওয়া হয় পাকিস্তানের হামলা। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে দেশের একাধিক জায়গায় লক্ষ্য করে মিসাইল ছুড়ল পাক সেনা। তবে তাদের এই নাশকতার উদ্দেশ্য আবারও ব্যর্থ করেছে ভার‍ত।

আরও পড়ুন : ফের ব্ল্যাকআউট, বাজল সাইরেন, বিস্ফোরণের শব্দ ! কুপওয়ারায় গোলাবর্ষণ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন