Bangla News Dunia, দীনেশ :- তবে কি সংঘর্ষবিরতি ফের একবার লঙ্ঘন করে ভারতের আকাশে ঢুকে পড়ল পাকিস্তানি ড্রোন ? তবে সেগুলিকে ধ্বংস করেছে ভারতীয় সেনা ? ANI-এর ভিডিওতে শোনা গেল বিস্ফোরণের শব্দ। সোমবারই দুই দেশের সেনার DGMO-র দ্বিতীয় বৈঠকে যুদ্ধবিরতিকেই মান্যতা দেওয়া হয়। ভারতীয় সেনা ও ভারতের PM নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, আর একবার ওপার থেকে হামলা হলেই এপার থেকে কড়া জবাব। তারপরও এদিন জম্মু ও কাশ্মীরের সাম্বার আকাশে দেখা গেল লাল পাক ড্রোন।
#UPDATE: After the first wave of drone activity and Air Defence fire. Now, No drone activity observed for the past 15 minutes in Samba. https://t.co/wsJnadZGvx
— ANI (@ANI) May 12, 2025
ANI- এর টুইটে জানানো হয়েছে সাম্বা সেক্টরে খুব কম সংখ্যক ড্রোন এসেছে। তবে তার জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই: সেনা সূত্র।
সংবাদসংস্থা ANI-এর তরফে জানানো হয়েছে, প্রথম দফার ড্রোন অ্যাকটিভিটি ও এয়ার ডিফেন্স ফায়ারের পর গত ১৫ মিনিটে জম্মু ও কাশ্মীরের সাম্বার আকাশে আর কোনও আলো দেখা যায়নি। ভারতীয় সেনার সূত্র বলছে, তুলনামূলক অনেক কম সংখ্যার ড্রোন সাম্বার আকাশে উড়তে দেখা গিয়েছে। সেগুলিকে নষ্ট করা হয়েছে এবং এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
Comparatively, a very small number of drones have come in the Samba sector. They are being engaged and there is nothing to be alarmed: Army Sources pic.twitter.com/MIEW2b8bNy
— ANI (@ANI) May 12, 2025