Big News : পাকিস্তানের এফ-১৬ বিমান ধ্বংস করল ভারত, গুলি করে নামানো হল এক জোড়া JF-১৭ বিমানকেও

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : পাকিস্তানের ২ টো জেএফ -১৭ যুদ্ধ বিমান গুলি করে নামালো ভারতীয় সেনা।  একইসঙ্গে একটি এফ-১৬  যুদ্ধ বিমানও ধ্বংস করা হয়েছে। এদিন সন্ধ্যায় পাকিস্তান ভারতের জম্মু, পাঞ্জাব, রাজস্থানের বিভিন্ন এলাকায় ড্রোন ও মিসাইল হামলা চালায়। যার জবাব দিয়ে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় সব হামলাই প্রতিহত করেছে। ধ্বংস করা হয়েছে পাকিস্তানের ছোড়া ৮ টি মিসাইলও।

আরও পড়ুন : ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে মৃত পাকিস্তানি নাগরিক

এই পরিস্থিতিতে জম্মুতে  ব্ল্যাক আউট  শুরু হয়ে যায়। পাকিস্তান সেনা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে জম্মুর একাধিক এলাকায় রকেট ও ড্রোন হামলা চালায়। জম্মুর সিভিল এয়ারপোর্ট, সাম্বা, আরএস পুরা, আর্নিয়া ও সংলগ্ন অঞ্চলে টার্গেট করে মোট আটটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তার সবকটিই প্রতিহত করেছে ভারত। উধমপুরেও ড্রোন হামলা ব্যর্থ করা হয়েছে এবং আখনুরে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সূত্রের খবর, পাকিস্তানের তরফে একজোড়া জে এফ ১৭ বিমান ধ্বংস হওয়ার খবর স্বীকার করে নেওয়া হয়েছে। এবং পাকিস্তানের তরফে একে ধাক্কা বলে বর্ণনা করা হয়েছে।

আরো পড়ুন : তীব্র তাপপ্রবাহ, পারদ চড়বে ৪০ ডিগ্রিতে, কোন কোন জেলায় হলুদ সতর্কতা ? জানুন

আরও পড়ুন:- জরুরি খবর! ১০ই মে থেকে রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন নিয়ম! বিপদে না পড়তে হলে জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন