Big News : যুদ্ধ শেষ করতে চান পুতিনও ! ইউক্রেনের সঙ্গে সরাসরি কথা বলার প্রস্তাব রাশিয়ার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- দীর্ঘ তিন বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। কিন্তু এবার কি ইতি পড়তে চলেছে এতে? কারণ অবশেষে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার (Direct talks) প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। জানা গিয়েছে, আগামী ১৫ মে ইস্তানবুলে এই আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। পুতিনের দাবি, একটি দীর্ঘমেয়াদি শান্তি অর্জন এবং যুদ্ধের মূল কারণগুলি উৎখাত করার লক্ষ্যে আলোচনা হওয়া উচিত।

আরও পড়ুন:- মুখোমুখি না পেরে অন্য ‘শয়তানি’ পাকিস্তানের, বিস্তারিত জেনে নিন

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ। সেই সময় ইউক্রেনে হাজার হাজার সৈন্য পাঠিয়েছিলেন পুতিন। এই যুদ্ধ থামানোর একাধিক প্রচেষ্টা করা হলেও রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্ট আলোচনায় বসতে চাননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করে চলেছেন। এরই মাঝে এবার আলোচনার জন্য এগিয়ে এলেন স্বয়ং রুশ প্রেসিডেন্ট পুতিনই। সেই সঙ্গে তাঁর দাবি, ২০২২ সালে আক্রমণের পর আলোচনার প্রস্তাব রাশিয়া প্রত্যাখ্যান করেনি। তা করেছিল কিয়েভই। পুতিনের কথায়, ‘২০২২ সালে রাশিয়া আলোচনা ভেঙে দেয়নি। এটি কিয়েভ করেছিল। তবুও আমরা কোনও পূর্বশর্ত ছাড়াই কিয়েভকে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাব দিয়েছি। সিদ্ধান্ত এখন নির্ভর করছে ইউক্রেনের কর্তৃপক্ষের উপর।’

আরও পড়ুন:- কেন পাকিস্তানের মতো ধসে যায়নি ভারতের শেয়ার বাজার? কারণ জেনে নিন

শনিবারই প্রধান ইউরোপীয় শক্তিগুলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ৩০ দিনের জন্য ইউক্রেনে নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছে। পাশাপাশি পুতিন কয়েকদিনের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি না হলে নতুন কোনও কঠোর নিষেধাজ্ঞার হুমকিও দেওয়া হয়েছে। এর ঠিক এরপরই নড়েচড়ে বসে একদিন পরই ইউক্রেনের কাছে সরাসরি আলোচনার প্রস্তাব রাখল রাশিয়া।

আরও পড়ুন:- একবার চার্জ, সারাদিন হাওয়া! গরমে VIRAL এই হ্যান্ডফ্যান, দাম কত-কোথায় পাবেন? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন