Bangla News Dunia, দীনেশ : ভারতকে (India) যুদ্ধ থামাতে কার্যত মিনতি পাকিস্তানের (Pakistan)। আর সেই আর্জিতেই সাড়া দিল মহাত্মা গান্ধির দেশ। শনিবার বিকেল ৫ টা থেকে যুদ্ধবিরতিতে রাজি হল পাকিস্তান। মধ্যস্ততা করেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (US President Trump)। এদিন দুপুর থেকেই পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের তরফে যুদ্ধ থামানো নিয়ে তৎপরতা শুরু হয়। কথা হয় ভারতের ডিজিএমওর সঙ্গে। সেখানেই ভারতকে যুদ্ধ থামাতে কার্যত মিনতি করে পাকিস্তান। শেষ পর্যন্ত আমেরিকার মধ্যস্ততায় পাকিস্তানের আর্জি মেনে নেয় ভারত। এরপর ভারতীয় সময় বিকেল ৫টা থেকে দুই দেশ একে অপরের বিরুদ্ধে অস্ত্র চালানো বন্ধ করেছে। আগামী ১২ মে ফের দুই দেশের ডিজিএমও বৈঠক করবেন। ওইদিনই পরবর্তী পদক্ষেপ জানা যাবে।
আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান
ভারত প্রথম থেকেই যুদ্ধের বিপক্ষে। ভারতের অবস্থান ছিল শুধু মাত্র পাকিস্তানের সন্ত্রাসবাদী ডেরাগুলো গুঁড়িয়ে দেওয়া। সেই মতো গত মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ চালু করে ভারত। পাকিস্তানে ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি শিবির। মৃত্যু হয় অন্তত ১০০ জনের। এই হামলার পর ভারত জানিয়ে দেয় পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের উপর কোনও হামলা চালানো হয়নি। এটা ভারতের লক্ষ্য নয়। কিন্তু পাকিস্তান প্রত্যাঘাতের নামে ভারতে ড্রোন ও মিসাইল হামলা শুরু করে যার অধিকাংশই ব্যর্থ করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। পাশাপাশি পালটা হামলায় পাকিস্তানের একাধিক শহরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়। শনিবার ভোর রাতে পাকিস্তানের ৪ শহরে এয়ার বেসে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেওয়া হয়। এরপরই কার্যত নতজানু হয়ে পড়ে পাকিস্তান। আন্তর্জাতিক মহলে যুদ্ধ থামাতে দরবার শুরু করে নওয়াজ শরিফের সরকার। তার পরিণতিতেই এদিন বিকেল ৫ টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।
বিস্তারিত আসছে…………………।।
আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন
আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন