Bangla News Dunia , অজয় দাস :- ফেসবুকে পোস্ট করে রাজনীতি ছাড়ার কথা সকলকে জানালেন বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন , ” চললাম , সবার সব কথা শুনলাম , বাবা ( মা ) স্ত্রী , কন্যা , দুই একজন প্রিয় বন্ধু বান্ধব। সবটুকু শুনে বুঝে অনুভব করেই বলি অন্য কোনো দলেও যাচ্ছিনা। তৃণমুল , কংগ্রেস , সিপিএম কোথাও না। আমি এক টিমের খেলোয়াড়। সর্বদাই একটাই টিমকে সাপোর্ট করি মোহনবাগান। আমি শুধু মাত্র একটাই পার্টি করি বিজেপি। ”
তিনি লেখেন , ” চললাম , বেশ কিছু সময় থাকলাম। কিছু মনে রাখলাম কিছু ভাঙলাম। কোথাও আমার কাজে আপনাদের হয়তো খুশি করলাম , কোথাও নিরাশ হতাশ করলাম। মূল্যায়ন আপনারাই নয় করবেন। আমি আমার মনে ওঠা সব প্রশ্নের জবাব দেবার পরেই বলছি , আমার মতো করেই বলছি। চললাম ” নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে রাজনীতি ছাড়ার কথা জানিয়ে দেন তিনি। মনে করা হচ্ছে কিছু দিনের মধ্যেই সাংসদ পদ ছাড়তে পারেন তিনি।
আরো পড়ুন :- ‘ দিদিমণি দিল্লি গেলেন , কলকাতাও লন্ডন থেকে ভেনিস হয়ে গেল ‘
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- আগামীকাল থেকেই একাউন্ট – এ টাকা আসতে চলেছে