Bangla News Dunia, Pallab : পাক রেঞ্জার্সের হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে (Purnam Kumar Shaw) নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বললেন, ‘আমাদের রাজ্যের ছেলে, আমাদের দেশের সৈনিক পূর্ণমকে ফিরিয়ে আনতেই হবে।’
আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন
সোমবার দুপুরে তিনদিনের জন্য মুর্শিদাবাদ (Murshidabad) সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডুমুরজলা থেকে হেলিকপ্টারে রওনা দেওয়ার আগে পূর্ণম কুমার সাউয়ের প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। আমাদের জওয়ানের কোনও খবর নেই। আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। পূর্ণম সাউকে ফিরিয়ে আনতেই হবে। আমরা সবরকমভাবে পরিবারের পাশে আছি, সর্বক্ষণ যোগাযোগ রাখছি। পূর্ণম সাউকে ফেরাতেই হবে।’
পাশাপাশি পহেলগাঁও হামলার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘এই বিষয়ে কেন্দ্র যা পদক্ষেপ নেবে, আমরা সম্পূর্ণ সমর্থন করব। ভাগাভাগি আমরা করি না।’
প্রসঙ্গত উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam terror attack) পর সীমান্তে টহলদারির সময় ভুলবশত পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে পড়েন বাংলার ছেলে, বিএসএফ জওয়ান (BSF Jawan Detained) পূর্ণম কুমার সাউ। তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। ঘটনার পর তাঁর দু’খানি ছবি প্রকাশিত হয়। প্রায় গত ১৩ দিন ধরে সে পাকিস্থানে। ইতিমধ্যেই তাঁর স্ত্রী ও পরিবারের লোকেরা পাঠানকোটে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে কথা বলে এসেছেন। তবুও কাজের কাজ কিছুই হয়নি। এনিয়ে এখনও পর্যন্ত বিদেশমন্ত্রকের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। জওয়ানকে ফেরাতে কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র? তাও সম্পূর্ণ অজ্ঞাত। সুতরাং মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি ঘুরিয়ে কেন্দ্রকে চাপ দিতে চাইছেন পুর্ণমকে ফেরানোর জন্য। এখন দেখার কেন্দ্রের পক্ষ থেকে জওয়ানের ফিরে আসার বিষয়ে কোনও মন্তব্য করা হয় কিনা।