CIBIL Score ছাড়া পার্সোনাল লোন কিভাবে পাবেন ? জেনে নিন সহজ উপায়

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এখন অনেকেই নিজেদের কাজের টাকায় সংসার চালাতে না পেরে পার্সোনাল লোন (Personal Loan) বা তৎক্ষণাৎ ঋণ (Instant Loan) নিতে বাধ্য হচ্ছেন। কারণ এখন অনেকেই নিজেদের দ্বারা উপার্জন করা টাকা দিয়ে সংসার চালানো সম্ভব বলে মনে করছেন না। সেই কারণের জন্যই সকলকে এই ধরণের ইনস্ট্যান্ট ঋণের জন্য আবেদন করতে হচ্ছে। কিন্তু আবেদন করলেই কি টাকা পাওয়া এত সহজ?

CIBIL স্কোর ছাড়া কীভাবে পার্সোনাল লোন পাবেন?

যদিও একজন ব্যক্তি একটি সংস্থায় কাজ করেন এবং সেখান থেকে উপার্জন করেন তবুও অনেক সময় এক সঙ্গে অনেক গুলো টাকার প্রয়োজন পড়ে যায়। চিকিৎসার কারণে এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে বা বাড়ি তৈরি ও গাড়ি কেনার জন্য হলেও বিভিন্ন প্রয়োজনে একত্রে এত গুলো টাকা কোন নিকটতম বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে পাওয়া সম্ভবপর নয় বা একদমই চাওয়াও উচিত নয় বলে মনে করেন অনেকেই!

ইনস্ট্যান্ট ডিজিটাল পার্সোনাল লোন

এই জন্য লোন নেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ব্যক্তি ব্যাঙ্ক বা কোন আর্থিক প্রতিষ্ঠানের উপরে নির্ভর করেন, কিন্তু অনেকেই এই লোন নেওয়ার ক্ষেত্রে অনেক ঝুকি বা ঝামেলা মনে করেন তার কারণ লোন পেতে হলে বিভিন্ন রকম ডকুমেন্ট প্রয়োজন হয়, এছাড়া সিরিয়াল বাই অনেক অফিসিয়াল কাজকর্মের পরে লোন পাওয়া অনেকটা সময়ের ব্যাপার। এই জন্য অনেকে লোন নেওয়া থেকে বিরত থাকেন।

আরও পড়ুন:- হাইট অনুযায়ী ওজন কত হওয়া উচিত? তালিকাটা দেখে নিন…

ব্যাক্তিগত ঋণ নাকি তৎক্ষণাৎ ঋণ

কিন্তু আপনি জানেন কি আপনি কোন রকম ডকুমেন্ট ছাড়াই খুব সহজে অল্প সময়ের মধ্যে পার্সোনাল লোন পেতে পারেন। এমন অনেক ব্যাঙ্ক রয়েছে যেখানে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন দেওয়া হয় তা কোন রকম গ্যারান্টার ছাড়াই এবং কোন রকমের ডকুমেন্ট ছাড়াই। আপনি যে ব্যাঙ্কের গ্রাহক রয়েছেন সেই ব্যাঙ্কে আপনাকে প্রথমে যেতে হবে।এছাড়া আপনি অন্য কোন কোম্পানি থেকেও পার্সোনাল লোন পেতে পারেন।

কোন কোন ব্যাংক ও NBFC CIBIL স্কোর ছাড়া লোন দেয়?

কিন্তু আপনি যদি ব্যাঙ্ক থেকে লোন নেন সেক্ষেত্রে আপনি কাগজপত্র ছাড়াই পার্সোনাল লোন পাওয়ার সুবিধা পাচ্ছেন। বর্তমান সময়ে গ্রাহকদের নিরাপত্তার জন্য এবং গ্রাহকদের ডিটেলস সংগ্রহ করে রাখার জন্য প্রত্যেক গ্রাহকের কাছ থেকে কেওয়াইসি নেওয়া হয়ে থাকে। এর জন্য প্রত্যেকটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ব্যাঙ্কের কাছে আগের থেকেই জমা থাকে।

CIBIL স্কোর ছাড়াই পার্সোনাল লোন নেওয়ার নিয়ম ও শর্তাবলী

এছাড়াও যদি ওই ব্যক্তি এর আগেও ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকেন তাহলে সেই সম্পর্কিত সমস্ত তথ্য ব্যাঙ্কে রাখা থাকে। এর জন্য যদি কোন ব্যক্তি পার্সোনাল লোন চেয়ে থাকে তাহলে ব্যাঙ্ক থেকে সেই ব্যক্তির কাছ থেকে নতুন করে আর কোন ডকুমেন্ট আদায় করার প্রয়োজন পড়ে না। জানা গিয়েছে, ব্যাঙ্কে আপনি যদি পার্সোনাল লোনের জন্য আবেদন করেন তাহলে।

ব্যক্তিগত ঋণ নিন CIBIL স্কোর ছাড়াই

আবেদন করার সময় থেকে ৩০ মিনিট থেকে ৪ ঘন্টার মধ্যে আপনি ইনস্ট্যান্ট লোন পেয়ে যাবেন। এই লোনের যে পরিমাণ আপনি নেবেন সেটি শোধ করা নির্ভর করবে আপনার মাসিক উপার্জনের উপর। এছাড়া আপনার যদি ক্রেডিট স্কোর ভালো থাকে, তাহলে আপনি দ্রুত এই লোন পেয়ে যাবেন। এটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে।

আপনি যদি প্রত্যেক মাসে ঠিক মতন ইএমআই শোধ করতে পারেন তাহলে পরবর্তীতে আবারো পার্সোনাল লোন খুব সহজে পেয়ে যাবেন। এখন থেকে কোন রকম চিন্তা ছাড়াই খুব দ্রুত সময়ে কোন রকম ডকুমেন্ট ছাড়াই, যে কোনো তৎক্ষণাৎ ঋণ পাওয়া অনেকটাই সহজ হবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি নিজেদের টাকার দরকার হলে আবেদন করুন।

আরও পড়ুন:- সুখবর ! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে স্টেট ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন