Bangla News Dunia , দীনেশ :- বাংলাদেশের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের পর থেকে পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে কাটাছেঁড়া চলছে সেদেশে ৷ প্রশ্ন উঠেছে অধিনায়ক শান মাসুদ-সহ অন্য়ান্য ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে ৷ 7 অক্টোবর থেকে ঘরের মাটিতে ফের শুরু হচ্ছে পাকিস্তানের টেস্ট সিরিজ ৷ প্রতিপক্ষ ইংল্য়ান্ড ৷ তার আগে পাক অধিনায়কের উদ্দেশে ধেয়ে এল বেফাঁস প্রশ্ন ৷ ভরা সাংবাদিক সম্মেলনে শান মাসুদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন করে বসলেন এক সাংবাদিক ৷ তৎক্ষণাত তাঁকে সতর্ক করা হল পাক বোর্ডের তরফে ৷
আরো পড়ুন :- বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে চিন, বিশবাঁও জলে বাংলাদেশের একাধিক প্রকল্প
হোম হোক কিংবা অ্য়াওয়ে, এর আগে বাংলাদেশের বিরুদ্ধে কখনও টেস্ট সিরিজে হারেনি পাকিস্তান ৷ তাই ঘরের মাঠে হোয়াইটওয়াশ নিয়ে সরব হয়েছেন দেশের প্রাক্তনরাও ৷ এমতাবস্থায় শক্তিশালী ইংল্য়ান্ডের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে শান মাসুদ অ্যান্ড কোম্পানি ৷ তার আগে পাক অধিনায়ক অবশ্য জানিয়েছেন, বোর্ড তাঁকে অধিনায়ক পদে যতদিন রাখবে তিনি থাকতে ইচ্ছুক ৷
আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !
এই কথার পরিপ্রেক্ষিতে সোমবার এক সাংবাদিক মাসুদকে জিজ্ঞেস করেন, “বোর্ড থাকতে বলেছে ঠিক আছে ৷ কিন্তু কখনও আত্মসম্মানে বাঁধে না যে দল হারছে, আপনি নিজেও পারফরম্যান্স করতে পারছেন না ৷ মনে হয় না ছেড়ে দিয়ে চলে যাই?” দেশীয় সাংবাদিকের থেকে এহেন প্রশ্ন শুনে খানিকটা থতমত খেয়ে যান পাক অধিনায়ক ৷ তিনি কী বলবেন বুঝে ওঠার আগে পরিস্থিতি সামাল দেন পাক বোর্ডের মিডিয়া ডিরেক্টর সামি উল হাসান ৷
সংশ্লিষ্ট সাংবাদিকের উদ্দেশে মিডিয়া ডিরেক্টর বলেন, “পাকিস্তানের অধিনায়ক এখানে বসে আছেন ৷ আপনারা নিশ্চয় প্রশ্ন করুন তবে সম্মানের সঙ্গে ৷ আপনি যেভাবে প্রশ্নটা করলেন সেটা সঠিক ছিল না ৷” এরপর সেই প্রশ্নের উত্তর এড়িয়ে পরবর্তী প্রশ্নে চলে যান মাসুদ ৷ তবে সাংবাদিক সম্মেলনের সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্য়াচের সিরিজ খেলবে পাকিস্তান ৷ যার প্রথম দু’টি হবে মুলতানে ৷ তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে ৷
#End