‘অন্নপূর্ণা যোজনা’-য় ৩ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা, বিশেষ শর্ত মানার নির্দেশ সুকান্তর

By author22

Published on:

sukanto

Bangla News Dunia , Rajib : ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আগে অন্নপূর্ণা যোজনার কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপনির্বাচনের আগে এ বার সেই কথাই শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। দলীয় কর্মীদের পরামর্শ দিলেন, বাড়ি বাড়ি গিয়ে যেন অন্নপূর্ণা যোজনার জোরদার প্রচার করা হয়। সোমবার পূর্ব বর্ধমানের কালনায় কর্মী সম্মেলন করেন সুকান্ত মজুমদার। সেখান থেকেই বার্তা দেন, রাজ্যে যদি অন্নপূর্ণা যোজনা চালু হয়, তাহলে মহিলারা ৩ হাজার টাকা করে পাবেন।

২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন। রাজ্যের প্রত্যেক মহিলাকে প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। চলতি বছর সেই টাকার পরিমাণ বেড়ে ১ হাজার টাকা হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, ২০২১, ২০২৪-এ বিধানসভা ও লোকসভা ভোটে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রভাব ফেলেছে। এই প্রকল্পের হাত ধরে ভোটের বাক্সে শাসকদলের লক্ষ্মীলাভ হয়েছে।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, তাঁরা ক্ষমতায় এলে রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু হবে। মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। প্রকাশ্য সমাবেশ থেকে একাধিকবার এমনও বলেছিলেন, এটা বিজেপির প্রকল্প। অসমে আড়াই হাজার টাকা করে দেওয়া হয়, মধ্যপ্রদেশে লাডলি বহেনা রয়েছে। শুভেন্দু বলেছিলেন, বিজেপিকে এ রাজ্যে ক্ষমতায় এনে দিলে, পরের মাস থেকে ৩ হাজার টাকা দেওয়া হবে অন্নপূর্ণা যোজনায়।

উপনির্বাচনের আগে সেই কথাই শোনা গেল সুকান্ত মজুমদারের মুখেও। শুধু উপনির্বাচন নয়, ২০২৬-এ এই রাজ্যে বিধানসভা ভোট। তারও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভোটের আগে বিজেপি যে অন্নপূর্ণা যোজনা নিয়ে জোর প্রচার চালাতে চাইছে, তার ইঙ্গিত মিলছে এবার। এদিন সুকান্ত মজুমদার দলীয় কর্মীদের বার্তা দেন, বাড়ি বাড়ি প্রচার করে সদস্য সংখ্যা বাড়াতে হবে। রাজ্যে বিজেপি এলে, অন্নপূর্ণা যোজনাও চালু হবে।

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

যদিও এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলীয় বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, যে যে রাজ্যে ওঁদের অন্নপূর্ণা যোজনা রয়েছে, সেই রাজ্য শ্বেতপত্র প্রকাশ করুক। তাহলেই বোঝা যাবে অন্নপূর্ণা যোজনায় কাকে কত টাকা দেওয়া হচ্ছে।

#End

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

author22

মন্তব্য করুন