আজ আদানি ইস্যুতে সরগরম হল সংসদ ! প্রধানমন্ত্রী মোদির ভাষণে বাধা

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- শুরুতেই মুলতুবি হয়ে গেল শীতকালীন অধিবেশন। সোমবার অধিবেশন শুরু হতেই আদানি ইস্যুতে (Adani Case) সরগরম হয়ে ওঠে সংসদ। বিরোধীরা ক্রমেই সুর চড়ান আদানিকে নিয়ে। পরিস্থিতি সামাল দিতে ১ ঘণ্টার জন্য অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। ১ ঘণ্টা বাদে স্বাভাবিক না হওয়ায় আগামী ২৭ নভেম্বর পর্যন্ত লোকসভা অধিবেশন মুলতুবি রাখা হয়েছে।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

এদিন অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) ভাষণ শুরু করার পর আদানির প্রসঙ্গে সরব হন বিরোধী দলের সাংসদেরা। পরিস্থিতি সরগরম হলে সারাদিনের জন্য সংসদের দুই কক্ষ মুলতুবি হয়ে যায়। আগামী বুধবার সকাল ১১টার ফের অধিবেশন শুরু হবে লোকসভা এবং রাজ্যসভায়। অন্যদিকে, আগামীকাল সংবিধান দিবসে সংসদের দুই কক্ষে বিশেষ যৌথ অধিবেশনে বসবে। ফলে আলাদা করে দুই কক্ষে অধিবেশন হবে না।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

আজ অধিবেশনের শুরুতে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘মুষ্টিমেয় কিছু লোক গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সংসদের কার্যকলাপ বন্ধ করে তাঁদের লাভ কিছুই হয় না, যেটা হয় তা হল জনতা ওদের থেকে আরও দূরে সরে যায়।’

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন