Bangla News Dunia , দীনেশ :- পশ্চিমবঙ্গ সরকারের আর্জি মেনে সুপ্রিম কোর্টে পিছিয়ে দেওয়া হয়েছিল আরজি কর কাণ্ডের মামলার শুনানি। ২৭ সেপ্টেম্বরের বদলে এই মামলার শুনানির দিন ধার্য হয়েছিল ৩০ সেপ্টেম্বর। সেই মতো, সোমবার দেশের প্রদান বিচারপতির বেঞ্চে উঠবে মামলা। তবে সকাল নয়, এই মামলার শুনানি হবে দুপুরে।
সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর ২টোর সময় প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে আরজি কর মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র।
আরো পড়ুন:- ভারতকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ দেওয়ার পক্ষে এবার জোর সওয়াল ব্রিটেনের
আরজি করের চিকিৎসকের খুন ও ধর্ষণের তদন্তে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা করার কথা CBI-এর। পাশাপাশি এই মামলায় তদন্ত কতদূর এগোল, তাও জানাতে হবে কেন্দ্রীয় সংস্থাকে। রিপোর্ট খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট কোনও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন কিনা, সেদিকেই নজর সকলের।
খুন ও ধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে মামলাটি করেছিল সুপ্রিম কোর্ট। গত ২০ অগস্ট মামলার প্রথম শুনানি হয়। তারপর থেকে চারবার মামলাটি আদালতে ওঠে। সকাল সাড়ে ১০টা নাগাদই প্রতিবার শুনানি হয়। তবে এ বার পিছিয়ে তা দুপুর ২টোয় করা হয়েছে। এই মামলায় প্রায় ৪২টি পক্ষের নথিভুক্ত আইনজীবীর সংখ্যা ২০০-র বেশি। জুনিয়র ডাক্তারদের তরফে মামলা লড়ছেন আইনজীবী ইন্দিরা জয়সিং। পাশাপাশি নির্যাতিতার মা-বাবার তরফে সওয়াল করবেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। রাজ্য সরকারের পক্ষ থেকে লড়ছেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল।
আরো পড়ুন:- বাংলাদেশে চরম নির্যাতনের শিকার অন্তঃসত্ত্বা হিন্দু শিক্ষিকা !
শেষ বার আরজি কর মামলার শুনানি হয়েছিল ১৭ সেপ্টেম্বর। সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল CBI-এর স্ট্যটাস রিপোর্টে যা উল্লেখ রয়েছে তা বিচলিত করার মতো। তদন্তের জন্য CBI-এর আরও সময় প্রয়োজন বলেও মনে করছিল তিন বিচারপতির বেঞ্চ।
#End