Bangla News Dunia , অমিত : 10 লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ। গৃহহীনদের বাড়ি বানিয়ে দেবে কেন্দ্র। রমরমিয়ে চলছে PM আবাস যোজনা। এই প্রকল্পের অধীনে, শহরের গৃহহীনদের জন্য মোট 1 কোটি বাড়ি তৈরি করা হবে। এর দরুণ সকলে নিজের বাড়ি পাবেন। তবে, এই বাড়ি পাওয়ার জন্য নিম্নলিখিত কিছু শর্ত মানা জরুরি। নাহলে এক কানাকড়িও পাবেন না।
আর্থিক সুবিধা এবং ভর্তুকি পরিমাণ
ভর্তুকি আবেদনকারীর আয়ের উপর নির্ভর করে-
- EWS: 3 লক্ষ টাকা পর্যন্ত – 6.5% ভর্তুকি
- LIG: 3-6 লক্ষ টাকা – 6.5% ভর্তুকি
- MIG I: 6-12 লক্ষ টাকা – 4% ভর্তুকি
- MIG II: 12-18 লক্ষ টাকা – 3% ভর্তুকি
অনলাইনে কীভাবে আবেদন করবেন?
নিম্নলিখিত প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিন-
- আধার কার্ড
- মোবাইল নম্বর
- বিদ্যুৎ বিল
- ঠিকানার প্রমাণ
- প্যান কার্ড
- রেশন কার্ড
এবার প্রধানমন্ত্রী শহুরে আবাস যোজনার জন্য আবেদন করতে, আপনি নীচের নিয়মগুলি অনুসরণ করতে পারেন-
(1) প্ৰথমে অফিসিয়াল PMAYU ওয়েবসাইটে যান এবং ‘Apply Now’ এ ক্লিক করুন।
(2) আপনার আধার নম্বর বা ভার্চুয়াল আইডি লিখুন এবং এগিয়ে যান।
(3) সমস্ত প্রয়োজনীয় বিবরণ সহ আবেদনপত্র পূরণ করুন।
(4) প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে আবেদনটি একবার চোখ বুলিয়ে নিন এবং জমা দিন।
মনে রাখবেন, যোগ্যতার ভিত্তিতে সুবিধাভোগী বাছাই করা হয়। যাদের বাড়ির মালিকানা নেই তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়। শুধুমাত্র সেইসব আবেদনকারীকে বেছে নেওয়া হবে যারা সমস্ত মানদণ্ড পূরণ করেছেন। আগে এই স্কিমের সুবিধা নেননি।
কারা সুবিধা নিতে পারবেন?
- আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর কোনো স্থায়ী বাড়ি থাকলে চলবে না।
- আবেদনকারীকে অর্থনৈতিকভাবে দুর্বল হতে হবে।
আবাস যোজনার লিস্ট কীভাবে দেখবেন?
আবাস যোজনার ঘরের যে লিস্টটি জারি করা হয়েছে সেটি মূলত শহরের এলাকার জন্য। নীচের পদ্ধতিতে এই লিস্টটি দেখতে পারবেন।
- PMAY 2.0 এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
- ‘View PMAY Beneficiary 2.0 List’ ট্যাবে ক্লিক করুন।
- আপনার আধার কার্ড নম্বর লিখুন।
- সুবিধাভোগীর সম্পূর্ণ তালিকা দেখতে সাবমিট করুন।
PM Awas Yojana Urban 2.0 আবেদনের স্ট্যাটাস কীভাবে দেখবেন?
- অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- ‘PMAY Urban 2.0 Status’ ট্যাবে ক্লিক করুন।
- এবার আপনার নাম, পিতার নাম, মোবাইল নম্বর বা আপনার মূল্যায়ন আইডি লিখে স্ট্যাটাস চেক করতে পারেন।
- সব মিলিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পরে আপনার স্ট্যাটাস প্রদর্শিত হবে।
আরো পড়ুন:- একদিনেই ১ কোটি ! বিশাল আয় করে পূর্বের সব রেকর্ড ছাপিয়ে গেল কলকাতা মেট্রো
আরো পড়ুন:- সেপ্টেম্বর মাসে ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক, কোন কোন তারিখ? রইল তালিকা
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
শিক্ষক দিবসের দিন ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে সুখবর! রাজ্য সরকার ট্যাব কেনার জন্য দেবে ১০ হাজার টাকা👇🏻https://t.co/P4azTxHXDx
— Daily Khabor Bangla (@daily_khabor) September 2, 2024
ISRO তে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা নিম্নতম মাধ্যমিক, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/4H8aBSRKsC
— Daily Khabor Bangla (@daily_khabor) September 2, 2024
ভারতীয়দের নিয়ে সোজাসাপটা নিক ! বললেন, ‘ওরা তো…’https://t.co/SFRZPIVIhX
— Peek Medio (@peek_medio) July 29, 2024
মাত্র দুই বছরে 1300% বৃদ্ধি পেয়েছে এই শেয়ার, আপনার কাছে আছে এই শেয়ার ?https://t.co/EDhk1CG5fw
— Peek Medio (@peek_medio) August 28, 2024
৫০শে এসে ফুটন্ত যৌবন মালাইকার ! অর্জুনের পরে ফের মালাইকার জীবনে পুরুষ ?https://t.co/QPraDRAvIp
— Peek Medio (@peek_medio) July 17, 2024