Bangla News Dunia, দীনেশ :- আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতে চান না ৷ নানুরের হাটসেরান্দিতে গ্রামের বাড়িতে গিয়ে একথা সাফ জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল । দুর্গাপুজোর তদারক করতে 2 বছর পর মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে গ্রামের বাড়িতে যান তিনি ৷ এবার পুজোয় গ্রামের গরিব মানুষদের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা ৷ গত 2 বছরে তাঁর আত্মীয়দের সহযোগিতা না-পাওয়ার অভিযোগ রয়েছে । এবার পুজোয় তিনি গ্রামের বাড়িতে আগের মতো খাওয়া-দাওয়ার আয়োজন করবেন না বলে জানিয়েছেন অনুব্রত । কারণ হিসাবে তিনি জানান, ‘আর্থিক কন্ডিশন ভালো নেই ।’
20 সেপ্টেম্বর গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পান অনুব্রত মণ্ডল । 2 বছর পর 24 সেপ্টেম্বর বোলপুরের নিচুপট্টির বাড়িতে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে ফেরেন তিনি ৷ বৃহস্পতিবার প্রথম দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন । সেখানেই অনুশোচনা করে অনুব্রত মণ্ডল বলেন, “পাপের শাস্তি পেয়েছি ।”
শুক্রবার মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে নানুরের হাটসেরান্দিতে গ্রামের বাড়িতে যান অনুব্রত মণ্ডল । আগেই জল্পনা ছিল, 2 বছর পর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় যোগ দেবেন ৷ সেই মতো দেখা গেল দেবীপক্ষের আগেই পুজোর তদারক করতে যান তিনি ৷ তাঁকে দেখতে গ্রামের মানুষজন ভিড় জমান ৷ প্রায় শতাধিক বছরের প্রাচীন অনুব্রতর মণ্ডলের বাড়ির পুজো ।
সেখানে গিয়ে মন্দিরে প্রণাম করেন তিনি ৷ তারপর সাংবাদিকদের প্রশ্নে অনুব্রত মণ্ডল বলেন, “আমার পৈত্রিক বাড়ি ৷ আমার দাদু-বাবা এই গ্রামে জন্মেছেন ৷ এখানে বড় হয়েছেন ৷ তাই গ্রামের বাড়িতে এলাম ৷ পুজোয় সপ্তমীর দিন আসব ৷” তিনি আরও বলেন, “এবার আর খাওয়া-দাওয়া করাব না । আমার আর্থিক অবস্থা সে রকম নেই ।”
আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে
2 বছর পর পরিজনের সঙ্গে কথা হল ? এই প্রশ্ন করতেই অনুব্রত মণ্ডল বলেন, “আমার তো গ্রামের গরিব মানুষ বেশি । আমি ব্লাড রিলেশনের কারও সঙ্গে সম্পর্ক রাখতে চাইছি না ।” অর্থাৎ, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতে চান না অনুব্রত ৷ গ্রামের বাড়িতে এসে এমনটাই স্পষ্ট করে দিলেন তিনি ৷
উল্লেখ্য, তিনি গ্রেফতার হওয়ার পর গত 2 বছরে কোনও আত্মীয় সেভাবে তাঁদের পাশে থাকেননি ও সহযোগিতা করেনি বলে অভিযোগ রয়েছে ৷
#End