Bangla News Dunia , দীনেশ :- ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ৷ এই আবহে সেই দেশে প্রবাসীদের সতর্ক থাকার জন্য নির্দেশিকা জারি করেছে ইজরায়েলের ভারতীয় দূতাবাস ৷ কোনও সমস্যা হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার কথা বলে হয়েছে ওই নির্দেশিকায় ৷
ইজরায়েলে ভারতীয় দূতাবাসের ওই নির্দেশিকায়, জরুরি পরিস্থিতিতে সাহায্যের জন্য যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে ও একটি ইমেল আইডি ৷ ফোন নম্বরগুলি হল, 972547520711 এবং 972543278392 .
ইমেল- [email protected]
হিজবুল্লাকে নিশ্চিহ্ন করতে মঙ্গলবার দক্ষিণ লেবাননের প্রায় 20টি শহরে ‘গ্রাউন্ড অপারেশন’ শুরু করে ইজরায়েল ৷ পাল্টা জেরুজালেমের পুরনো শহরে রকেট হামলা শুরু করে ইরান ৷ এবার সেই হামলা প্রসঙ্গে ইরানকে হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ এই হামলার কড়া জবাব দেবে তাঁর দেশ, সাফ জানিয়ে দিয়েছেন তিনি ৷
আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !
সাম্প্রতিক সময়ে একাধিক হিজবুল্লা শীর্ষ নেতাকে খতম করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স ৷ হামলার পাল্টা হিসাবে মঙ্গলবার রাতে একাধিক মিসাইল হামলা চালায় ইরান ৷ তার কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকেন নেতানিয়াহু ৷ বৈঠকের শুরুতেই তাঁর স্পষ্ট বার্তা, “যারাই হামলা করুক, পাল্টা আক্রমণ তাদেরকেও সহ্য করতে হবে ৷”
এক্স হ্য়ান্ডেলে তিনি একটি পোস্টও করেন ৷ বৈঠকের কিছু অংশ সেখানে পোস্ট করেন তিনি ৷ মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতানিয়াহু বলেন, “আজ রাতে ইরান খুব বড় ভুল করেছে ৷ এর জবাব দেওয়া হবে ৷”
আরো পড়ুন :- বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে চিন, বিশবাঁও জলে বাংলাদেশের একাধিক প্রকল্প
ইজরায়েল ডিফেন্স ফোর্সের বক্তব্য, নিরাপরাধ নাগরিকদের উপর গণহত্যার উদ্দেশে এই হামলা চালিয়েছে ইরান ৷ স্থানীয় সংবাদ সংস্থা জেরুজালেম পোস্টের রিপোর্ট অনুযায়ী, 102টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান ৷ হামলার পরই নাগরিকদের নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য সারা দেশে সাইরেন বাজতে শুরু করে ৷ আইডিএফ-র মতে, প্রায় 1 কোটি মানুষকে লক্ষ্য় করে হামলা চালিয়েছে ইরান ৷
#End