Bangla News Dunia , দীনেশ :- ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। এখন তাঁর হাতেই বাংলাদেশের শাসনভার। অগস্ট মাসে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ইউনূস। শপথ গ্রহণের পরেই বাংলাদেশে শান্তি, আইনের শাসন ফিরিয়ে আনার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা হবে বলে জানিয়েছিলেন তিনি।
কিন্তু দু’মাসে বাংলাদেশে বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে। সেখানে এখনও আওয়ামি লিগের নেতা-কর্মী এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। সেখানের নানা ঘটনার জন্য আগেও মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেছিলেন লেখিকা তসলিমা নাসরিন। আবার ইউনূসকে কটাক্ষ করলেন নির্বাসিত এই লেখিকা। শান্তিতে পুরস্কার পাওয়া লোকের অধীনে বাংলাদেশে কেন এত অশান্তি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
১৯৮৩ সালে বাংলাদেশে গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠা করেন ইউনূস। দরিদ্র মানুষকে ‘সহজ শর্তে’ ঋণ দিয়ে তাঁদের আর্থিক উন্নতি করাই ছিল ইউনূসের লক্ষ্য। কিন্তু এই কাজ করতে গিয়েই সেখানের অনেক দরিদ্র মানুষের সর্বনাশ করেছেন ইউনূস বলেও অভিযোগ। এই নিয়ে এ বার ইউনূসকে নিশানা এবং কটাক্ষ করেছেন তসলিমাও।
তাঁর দাবি, ইউনূসের মতন একজন ব্যক্তি এনজিও চালাতে গিয়ে দরিদ্র মানুষের সর্বনাশ করেছেন। এখন দেশ চালাতে গিয়ে অশীতিপর ইউনূস বাংলাদেশের ১৭ মানুষের ‘সমূহ সর্বনাশ করবেন’। ‘এতে কোনও সন্দেহ নেই’ বলেও সোশ্যাল মিডিয়াতে লিখেছেন তসলিমা।
আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !
দিন কয়েক আগেই ফেসবুকে, তসলিমা লেখেন যে ইউনূসকে সামনে রেখে এখন দেশ চালাচ্ছেন ২৮ বছর বয়সী মাহফুজ আলম বা মাহফুজ আব্দুল্লাহ। ৮৪ বছর বয়সের ইউনূস ‘জরাগ্রস্ত’ বলেও কটাক্ষ করেন তসলিমা। তিনি মাহফুজকে তাঁর বিশেষ সহযোগী করেছেন। ইউনূসের ‘বিশেষ সহযোগীই’ তাঁর হয়ে প্রধান উপদেষ্টার কাজ করছেন বলেও দাবি করেন তসলিমা।
আরো পড়ুন :- বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে চিন, বিশবাঁও জলে বাংলাদেশের একাধিক প্রকল্প
এ বার আরও কড়া ভাষায় ইউনূসকে আক্রমণ করেন এই লেখিকা। ফেসবুকে তিনি লেখেন , এখন যে ‘জিহাদির’ দেশ চালাচ্ছে তাদেরই বড় লাভ হচ্ছে। ‘এর মধ্যে লাভবান হচ্ছে জামাত শিবির, রাজাকার গোষ্ঠী সহ সব ধর্মান্ধ গোষ্ঠী’ বলেও উল্লেখ করেছেন তসলিমা। তারা যাকে তাকে খুন করছে, হেনস্থা করছে, চাকরিতে নিয়োগ দিচ্ছে এবং ক্ষমতায় বসাচ্ছে বসাচ্ছে বলেও দাবি করেন তিনি।
ইউনূস এইসবের খবর রাখেন না এবং রাখলেও কী করে সন্ত্রাস আর অরাজকতা বন্ধ করতে হয় তিনি সেটা জানেন বলে মনে হয় না বলেও মন্তব্য করেন তসলিমা। তারপরেই এই লেখিকার প্রশ্ন, ‘শান্তি পুরস্কার পাওয়া লোকের অধীনে এত অশান্তি কেন?’
#End