Bangla News Dunia, দীনেশ :- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল বিশেষ জনপ্রতিনিধি আদালত ৷ নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগে নির্মলা এবং অন্যদের বিরুদ্ধে শুক্রবার এফআইআর-এর নির্দেশ দেয় বেঙ্গালুরুর স্পেশাল কোর্ট অফ রিপ্রেজেন্টেটিভস ৷
নির্বাচনী বন্ডের মাধ্য়মে ভয় দেখিয়ে টাকা তুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ স্পেশাল কোর্ট অফ পিপল’স রিপ্রেজেন্টেটিভস-এ এই অভিযোগ জানিয়েছিলেন আদর্শ আইয়ার ৷ তিনি জনধিকার সংঘর্ষ পরিষদ-এর (জেএসপি) সহ-সভাপতি ৷ শুক্রবার এই মামলার শুনানিতে আদালত তিলক নগর থানাকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় ৷
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
গত এপ্রিলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা দায়ের করে জনাধিকার সংঘর্ষ পরিষদ ৷ সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, ইডির আধিকারিক, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, বিজেপির জাতীয় স্তরের নেতা এবং কর্ণাটকের তৎকালীন বিজেপি সভাপতি নলীন কুমার কাটিল, বিওয়াই বিজয়েন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছিল জেএসপি ৷
এই ঘটনায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নির্মলা সীতারমনের ইস্তফা দাবি করেছেন ৷ তিনি বলেন, “জনপ্রতিনিধি আদালত নির্মলা সীতারমনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে নির্বাচনী বন্ডের সম্পর্ক কী ? তাঁর বিরুদ্ধে এফআইআর হয়েছে ৷ তাহলে তাঁর কি ইস্তফা দেওয়া উচিত নয় ? আমার ক্ষেত্রে নিম্ন আদালত সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে ৷ 3 মাসের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে ৷”
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে জমি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ মাইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটির (মুডা) জমি নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ৷ এই ঘটনায় লোকায়ুক্ত আদালত তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে ৷ বিজেপি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগ দাবি করেছে ৷
মামলাকারী আদর্শ আইয়ার ইটিভি ভারতকে ফোনে জানিয়েছেন, আদালত এই অভিযোগ খতিয়ে দেখেছে ৷ তারপর তিলক নগর থানাকে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে ৷ মামলাকারীর পক্ষে আইনজীবী ছিলেন বালান ৷ পরবর্তী শুনানি 10 অক্টোবর ৷ #End
আরো খবর দেখুন :- ভারতের কোন রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু ? কোথায় বেশি মুসলিমরা ? দেখুন তথ্য পরিসংখ্যান
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি