এবার থেকে কুম্ভ মেলায় হারালেও চিন্তা নেই ! আপনার প্রিয়জনকে খোঁজার দায়িত্ব AI-এর

By Bangla News Dunia Dinesh

Updated on:

 

Bangla News Dunia, দীনেশ : কুম্ভ মেলা (Kumbha Mela) শুরুর অপেক্ষায় প্রহর গুনছেন পুরো ভারতবাসী। ইতিমধ্যে অনেকেই ঠিক করে ফেলেছেন কবে পা রাখবেন মহাকুম্ভে। কিন্তু জানেন কি এবারের মেলা কর্তৃপক্ষ আগের তুলনায় অনেক বেশি সাবধানী। এত বড় মেলা, প্রচুর মানুষের সমাগমে প্রতি বছর মেলায় এসে হারিয়ে যান অনেকেই। তাদের খুঁজে পেতে একদিকে যেমন কালঘাম ছোটে মেলা কর্তৃপক্ষের তেমনি বেগ পেতে হয় পরিবারের লোকেদেরও। এই পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছর কুম্ভ মেলায় ব্যবহার করা হবে কৃত্তিম বুদ্ধিমত্তা (AI)।

আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত

কুম্ভ মেলা কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মেলা চত্বরে কেউ হারিয়ে গেলে তাদের খুঁজে দেবে কৃত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI। তার জন্য তৈরি করা হয়েছে ‘ভুলে ভাটকে কেন্দ্র।’ কীভাবে ‘ভুলে ভাটকে কেন্দ্র’ এআই-কে কাজে লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষদের খুঁজবে? এ প্রসঙ্গে তারা জানান, নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির ছবির সঙ্গে তার সোশ্যাল মিডিয়ায় থাকা ছবি মিলিয়ে দেখবে এই প্রযুক্তি। এছাড়াও মেলা চত্বর জুড়ে থাকছে ১৫০০ সিসিটিভি ক্যামেরা, এলইডি বোর্ড। হারিয়ে যাওয়া ব্যক্তির ছবি ফুটে উঠবে সেই এলইডি বোর্ডে।  তাতে হারিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে আরও দ্রুত।

আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা

উল্লেখ্য, মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে আগামী ১৩ জানুয়ারি থেকে। শেষ হবে  ২৬ ফেব্রুয়ারি। অনুমান করা হচ্ছে এবার ৪০ কোটি দর্শনার্থী আসতে পারেন মহাকুম্ভে। তাদের নিরাপ্ততার স্বার্থে এবার আরও বেশি তৎপর মেলা কর্তৃপক্ষ।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

 

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন