কথা রাখল মোদি সরকার, আবারো 3000 টাকা প্রতি মাসে ঢুকবে

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- কেন্দ্রীয় সরকার দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য E Shram Card নামে একটি বিশেষ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকরা পেনশন, স্বাস্থ্য বীমা এবং বিভিন্ন সরকারি সুবিধা পায়। 

যদি আপনি দিনমজুর বা অস্থায়ী শ্রমিক হন তবে এই কার্ডের মাধ্যমে আপনি প্রতি মাসে ৩,০০০/- টাকা পর্যন্ত ভাতা পাবেন। তো চলুন আজকের এই প্রতিবেদনে E Shram Card সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিই।

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

E Shram Card কী?

E Shram Card হল একটি শ্রমিক পরিচয়পত্র, যা মূলত দেশের অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের আর্থিক সুরক্ষা প্রদান করে থাকে। ২০২১ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কার্ডের সূচনা করে। বর্তমানে প্রায় ২৯ কোটি শ্রমিক এই কার্ডের সুবিধা ভোগ করছে। 

আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য

E Shram Card-এর সুবিধাগুলি কি কি?

যে সমস্ত শ্রমিকদের E Shram Card রয়েছে তারা বিভিন্ন সুবিধা পান। সেগুলি হল- 

পেনশন সুবিধা- ৬০ বছর বয়সের পর প্রত্যেক E Shram কার্ডধারীরা মাসিক ৩,০০০/- টাকা পেনশন পায়।

দুর্ঘটনাজনিত বীমা- কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আঘাত পেলে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয় এই E Shram Card-এর মাধ্যমে। এছাড়া দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা সুবিধা প্রদান করা হয়। 

অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা- E Shram Card থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কিষান যোজনা সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যায়। 

আরো পড়ুন :- ভিক্ষুকের আবার অ্যাসিস্ট্যান্ট! এই কাহিনী পড়লে আপনি খিলখিলিয়ে হাসবেন…

কারা এসব কার্ডের জন্য আবেদন করতে পারবেন?

E Shram Card-এর জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ করতে হয়। সেগুলি হল-

  • আবেদনকারীকে অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে হবে, যেমন- দিনমজুর, নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, কৃষক ইত্যাদি।
  • আবেদনকারীর বয়স হতে হবে ১৬ বছর থেকে ৫৯ বছরের মধ্যে। 
  • যারা EPF বা ESI-এর সুবিধা পান তারা এই প্রকল্পের আয়তায় সুবিধা পাবেন না।

কিভাবে E Shram Card-এর জন্য আবেদন করবেন?

E Shram Card-এর জন্য আবেদন করতে হলে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম eshram.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর “Register On e-Shram” অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 
  • অনলাইনে আবেদন করতে সমস্যা হলে নিকটবর্তী সাইবার ক্যাফে থেকে আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট 

E Shram Card-এ আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলি হল- 

  • আধার কার্ড,
  • আধার কার্ড লিঙ্ক রয়েছে এমন একটি মোবাইল নম্বর,
  • ব্যাংক অ্যাকাউন্টের তথ্য

 

E Shram Card-এর মাধ্যমে অন্যান্য সুবিধা

E Shram Card-এর মাধ্যমে বিভিন্ন ডিজিটাল প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করা যায়। এ ছাড়া স্বনির্ভরতার জন্য সহজ শর্তে ঋণ সুবিধা পাওয়া যায় সরকারের তরফ থেকে। স্বাস্থ্য বিমার মাধ্যমে চিকিৎসার খরচও অনেকটাই কমানো যায় এই E Shram Card-এর মাধ্যমে। 

E Shram Card শ্রমিকদের আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদান করতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন, তবে দেরি না করে আজই অনলাইনে মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন