কয়লা পাচারে অভিযুক্ত বিকাশ ফের গ্রেপ্তার, এ বার কী অভিযোগ তার বিরুদ্ধে?

By author22

Published on:

arrest

Bangla News Dunia , Rajib : নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। রবিবার তাকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, পকসো ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। আর তার প্রেক্ষিতেই গ্রেপ্তার করা হয়েছে বিকাশকে। এ দিন তাকে আলিপুর আদালতে তোলা হবে।

কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। তাকেও কয়লা পাচার মামলায় গ্রেপ্তার করে সিবিআই। গোরু পাচার মামলাতেও জড়িয়েছিল বিকাশের নাম। জামিনে ছাড়া পেয়েছে বিকাশ। তবে জামিনের নিয়ম মেনে প্রত্যেক সপ্তাহে তাকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হয়।

আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta

উল্লেখ্য, ২০২০ সালে ২৭ নভেম্বর কয়লা পাচার মামলায় সিবিআই প্রথম অভিযোগ দায়ের করে। এখনও পর্যন্ত এই মামলায় আসানসোলের আদালতে তিনটি চার্জশিট (প্রথমটি ২০২২ সালের ১৯ জুলাই, দ্বিতীয়টি ২০২৩ সালের ২০ মে এবং তৃতীয়টি ২০২৪ সালের ৩ জুলাই) জমা দিয়েছে তারা। কয়লা পাচার মামলায় চার্জ গঠন করার কথা ২৫ নভেম্বর। সিবিআই-এর দেখানো অভিযুক্তদের মধ্যে বিনয় মিশ্র এখনও ফেরার। এক অভিযুক্ত মারাও গিয়েছে। বাকি ৪৮ জনের মধ্যে রয়েছে বিকাশ মিশ্রও।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

author22

মন্তব্য করুন