Bangla News Dunia, দীনেশ :- শুরু হয়ে গেছে দুর্গাপুজোর কাউন্টডাউন। আর মাস খানেক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আশ্বিনের শারদ প্রাতে আলোকবেণু বাজতে আর কয়েকদিন অপেক্ষা। এবছর মহালয়া পড়েছে ২ অক্টোবর। বাঙালির যুগ যুগ ধরে রীতি, মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর শোনার। তবে শুধু রেডিও না টেলিভিশনের পর্দায়, মহালয়া দেখার উৎসাহ কম থাকে না। সেই সঙ্গে কে সাজবেন দেবী দুর্গা রূপে, এই নিয়ে থাকে দারুণ কৌতূহল। আগে শুধু দূরদর্শনে সম্প্রচারিত হলেও, বর্তমানে প্রথম সারির চ্যানেলগুলিতে দেখা যায় মহালয়া।
দেবীপক্ষের সূচনায় কে হবেন দেবী দুর্গা, এই নিয়ে প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে। একে অপরের সঙ্গে টক্কর ও চমকও থাকে বিরাট। এবছর স্টার জলসার মহালয়ার অনুষ্ঠান ‘রণং দেহি’-তে দেবী দুর্গা রুপে দেখা যাবে কোয়েল মল্লিককে। তবে রয়েছে আর চমক। শুধু কোয়েল না। দুর্গার অন্য রূপে দেখা যাবে আর দুই টলি নায়িকাকে। সন্দীপ্তা সেন ও মধুমিতা সরকারও এবার অসুর বধ করবেন পর্দায়। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই প্রোমো।
আরো পড়ুন :- বিরোধীদের জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি ‘মমতা’র বিধায়কের !
আরো পড়ুন :- টেলিগ্রাম -ইন্টারনেটে ৫০ টাকায় বিকোচ্ছে ধর্ষণের ভিডিয়ো! নির্যাতিতার নামে পর্ন সার্চ ঘিরে রমরমা ব্যবসা
অন্যদিকে ফের জি বাংলার দুর্গা সাজবেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানের নাম ‘নবরূপে দেবী দুর্গা’। রাজ ঘরণী ছাড়াও জি বাংলার অন্যান্য নায়িকাদের দেখা যাবে দেবীর অনান্য রূপে। দুর্গার নয়টি রূপ তুলে ধরবেন তাঁরা। সামনে এসেছে সেই ঝলকও।
আরো পড়ুন :- বাংলাদেশে ‘স্তব্ধ” চিকিৎসা পরিষেবা !
গত বছর স্টার জলসাতেই মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে দুর্গা সেজেছিলেন কোয়েল। এর আগেও একাধিকবার দেবী দুর্গা রূপে সকলের মনের কাছে পৌঁছেছেন কোয়েল মল্লিক। ২০১৫ সালে জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’ -তে তাঁর কাজ যথেষ্ট প্রশংসিত। এর দু’বছর পর ২০১৭ সালে স্টার জলসার ‘দুর্গা দুর্গতিনাশিনী অনুষ্ঠানে দুর্গা সেজেছিলেন নায়িকা। পরের দু’বছর, অর্থাৎ ২০১৮, ২০১৯ এবং ২০২১ সালেও মহালয়াতে দেবী দুর্গা রূপে সামনে আসেন তিনি।
এর আগেও একাধিকবার দেবী দুর্গা রূপে সকলের মন জয় করেছিলেন শুভশ্রী। আগে মোট ছয় বার দুর্গা রূপে মহালয়াতে দেখা গেছে শুভশ্রীকে। যার মধ্যে এর আগে পাঁচবার জি বাংলার জন্য দুর্গা সেজেছিলেন নায়িকা। ২০১০ সালে ‘ওই ভুবনমোহিনী মহালয়া’, ২০১২ সালে ‘৫১ সতিপীঠ’, ২০১৯ সালে ‘১২ মাসে ১২ রূপে দেবীবরণ মহালয়া’, ২০২২ সালে ‘সিংহবাহিনী ত্রিনয়নী’অনুষ্ঠানের দুর্গা হয়েছিলেন অভিনেত্রী। গত বছর অন্ত:সত্ত্বা থাকার জন্য মহালয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি তিনি।
‘মহিষাসুরমর্দিনী’ -তে দুর্গা রূপে সামনে আসা এতটাই কঠিন কাজ যে, একটু এদিক -ওদিক হলেই তীব্র সমালোচনার ভয় থাকে। কিন্তু দুর্গা রূপে কোয়েল ও শুভশ্রী দু’জনেই যথেষ্ট সাবলীল। এই রূপে দর্শকরাও তাঁদের খুবই পছন্দ করেন। এখন দেখার, কবে প্রথম লুক সামনে আসে শুভশ্রীর এবং কোন চ্যানেলের অনুষ্ঠান বেশি পছন্দ হয় দর্শকের।
#End
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
RRB NTPC 2024 Notification Out, শূন্য পদ সংখ্যা রয়েছে ১১৫৫৮ টি, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/S8CBLPAzPg
— Daily Khabor Bangla (@daily_khabor) September 4, 2024
আবার কেন্দ্রে নতুন চাকরিতে নিয়োগ শুরু, বেতন রয়েছে লাখ টাকার বেশি👇🏻https://t.co/6Nj3KhTdIz
— Daily Khabor Bangla (@daily_khabor) September 4, 2024
ভারতীয়দের নিয়ে সোজাসাপটা নিক ! বললেন, ‘ওরা তো…’https://t.co/SFRZPIVIhX
— Peek Medio (@peek_medio) July 29, 2024
মাত্র দুই বছরে 1300% বৃদ্ধি পেয়েছে এই শেয়ার, আপনার কাছে আছে এই শেয়ার ?https://t.co/EDhk1CG5fw
— Peek Medio (@peek_medio) August 28, 2024
৫০শে এসে ফুটন্ত যৌবন মালাইকার ! অর্জুনের পরে ফের মালাইকার জীবনে পুরুষ ?https://t.co/QPraDRAvIp
— Peek Medio (@peek_medio) July 17, 2024