কী ছিল শেষ চ্যাটে? তরুণী পাইলটের মৃত্যুতে ঘনীভূত আরও রহস্য

By author22

Published on:

fgd

Bangla News Dunia , Rajib : এয়ার ইন্ডিয়ার তরুণী পাইলটের মৃত্যুতে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। মুম্বই পুলিশ সূত্রের খবর, সৃষ্টি তুলি নামে ওই তরুণী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। সোমবারের ওই ঘটনার আগে সৃষ্টি তাঁর বয়ফ্রেন্ড আদিত্য পণ্ডিতে ভিডিয়ো কল করেছিলেন বলে তদন্তে পুলিশ জানতে পেরেছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, পুলিশের সন্দেহ আদিত্য ও সৃষ্টির মধ্যে ঝামেলা হয়েছিল। তারপরেই দিল্লিতে ফেরার জন্য বেরিয়ে যান আদিত্য। কিন্তু তাঁকে থেকে যেতে বারবার অনুরোধ করেন সৃষ্টি। সেই কথা আদিত্য না মানতে চাইলে সৃষ্টি তাঁকে ভিডিও কল করে নিজেকে শেষ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, আদিত্য পণ্ডিত বেশ কিছু চ্যাট ডিলিট করে দিয়েছেন। কী ছিল সেই চ্যাটে? সৃষ্টিকে আত্মহত্যা করার জন্য চাপ দেওয়ার অভিযোগ রয়েছে আদিত্যর বিরুদ্ধে। সেই অভিযোগে এখন পুলিশের হেফাজতে রয়েছে আদিত্য। জেরায় পুলিশের কাছে আদিত্য দাবি করেছেন, তিনিও পাল্টা বলেছিলেন সৃষ্টি আত্মহত্যা করলে সে নিজেও তাই করবেন। সেই দাবি ঠিক কিনা তা বোঝার জন্য ডিলিট করে দেওয়া চ্যাট উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। আদিত্যর ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, পুলিশ সূত্রের দাবি, সৃষ্টির মৃত্যুর আগে ২ জনের মধ্যে অন্তত ১০-১১ বার ফোনে কথা হয়েছে। সৃষ্টির ফোনে একাধিক মিসড কলও ছিল। আদিত্য পুলিশের কাছে দাবি করেছেন, তিনি বারবার সৃষ্টিকে ফোন করে চরম কোনও পদক্ষেপ নেওয়ার থেকে বিরত রাখার চেষ্টা করছিলেন। মুম্বইয়ের মারোলে সৃষ্টির বাড়িতে ফিরে এসে প্রথমে দরজা বন্ধ দেখতে পান আদিত্য। তারপর চাবিওয়ালাকে ডেকে দরজা খুলে ভিতরে ঢুকে সৃষ্টিকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই সময় আদিত্যর সঙ্গী ছিলেন আরও এক মহিলা পাইলট। তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সৃষ্টির মৃত্যু নিয়েও একাধিক রহস্য এখনও রয়েছে। তাঁর গলায় ডেটা কেবলের ফাঁস দেওয়া ছিল ও দেহ ঝুলছিল। কিন্তু ঘরে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সৃষ্টির পরিবারের দাবি, মৃত্যুর খবর পাওয়ার ১৫ মিনিট আগেও মা ও কাকিমার সঙ্গে কথা বলেছিলেন সৃষ্টি। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মেয়েকে অত্যাচার করতেন আদিত্য। তিনি সৃষ্টির টাকা নিয়ে নিতেন। আমিষ খাবার খেতেও বাধা দিতেন। আরও নানা ভাবে মানসিক অত্যাচার করতেন বলে অভিযোগ। তিনিই সৃষ্টিকে খুন করেন বলে অভিযোগ পরিবারের।

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

author22

মন্তব্য করুন