Bangla News Dunia , পল্লব : সীতারাম ইয়েচুরির আকস্মিক মৃত্যুর পর সিপিএমের সাধারন সম্পাদকের পদ আপাতত খালি। আর সেই পদেই এবার দ্বায়িত্ব নিতে চলেছেন প্রকাশ কারাত। দিল্লিতে পার্টির সদর দফতর এ কে গোপালন ভবনে পলিটব্যুরোর বৈঠকে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
দলের পলিটব্যুরোর অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয়ের কাজ করবেন। শুক্র ও শনিবার দুপুর পর্যন্ত সিপিএমের পলিটব্যুরোতে এই সিদ্ধান্ত হয়েছে। পলিটব্যুরোর সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। রবি ও সোমবার দুদিন ধরে চলা বৈঠকের পরই কারাতের নামে সিলমোহর পড়বে। তবে এখনও পর্যন্ত কারাতের নামই সম্ভাব্য চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্রে।
তবে সিপিএমের নিয়ম অনুযায়ী ৭৫ বছর বয়সের বেশি কাউকে দলের সক্রিয় ভূমিকায় রাখা যাবে না। ২০২১ সালেই এই নিয়ম লাঘু হয়েছিল দলে। কিন্তু প্রকাশ কারাতের বয়স ৭৫ পেরিয়ে যাওয়ায় সেই নিয়মের বেড়াজাল টপকাতে পারবেন কিনা সেটাই দেখার। #Short News