Bangla News Dunia, অমিত :- আপনি হয়তো বিভিন্ন আর্থিক উপদেষ্টার কাছে শুনেছেন ক্রেডিট কার্ড ব্যবহার করা উচিত নয়। তাদের মতে ক্রেডিট কার্ড ব্যাবহার করলে নির্দিষ্ট সীমার বেশি টাকা খরচ হতে পারে, এবং এর ফলে ধীরে ধীরে ঋণের ফাঁদে পড়ার সম্ভবনা থাকে। বক্তব্যটি অনেকটা সত্যি, তবে আপনি ক্রেডিট কার্ড ব্যাবহার করার ফলে অনেক সুবিধাও পাবেন। আজকেই এই প্রতিবেদনে আমরা ক্রেডিট কার্ড ব্যবহারের ৭ টি সুবিধা সম্পর্কে জানবো।
ক্রেডিট কার্ডের ব্যাবহারের ৭ টি সুবিধা
ক্রেডিট কার্ড ব্যবহারের আপনি হয়তো কিছু অসুবিধা শুনেছেন, তবে আজ আমরা এর সুবিধাগুলো জানবো, যেগুলি নিম্নরূপ:
১) ক্রেডিট ইতিহাস তৈরি
ক্রেডিট কার্ডের সাহায্যে আপনি নগদ ছাড়াই কেনাকাটা এবং বিল পেমেন্ট করতে পারবেন, যা আপনাকে পরে পরিশোধ করতে হবে। অর্থাৎ এটি এক প্রকার ঋণ। তাই ক্রেডিট কার্ড ব্যবহারের ফলে আপনার ক্রেডিট ইতিহাস (Credit History) তৈরি হয়। যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেওয়ার জন্য ক্রেডিট ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ, এটা আপনারা জানেন। একজন ক্রেডিট কার্ড ব্যবহারকারীর ক্রেডিট ইতিহাস থাকার কারণে তারা সহজেই লোন পেয়ে থাকে।
২) হটাৎ টাকার প্রয়োজন
অনেক সময় মানুষের হঠাৎ টাকার প্রয়োজন হয়ে থাকে, যেখানে ক্রেডিট কার্ড আপনার সমস্যা সমাধান করতে পারে। ধরে নেই আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং মেডিকেলের জন্য আপনার কাছে টাকা নেই। এরকম সময় আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে, তাহলে অর্থের চিন্তা করতে হবে না।
আরো পড়ুন :- বিরোধীদের জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি ‘মমতা’র বিধায়কের !
৩) পুরস্কার পয়েন্ট পাবেন
আপনি যদি নগদ টাকা দিয়ে অনেক কেনাকাটার করেন, তাহলে ক্রেডিট কার্ড ব্যবহার আপনার জন্য লাভজনক প্রমাণ হতে পারে। কারণ, ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে পুরস্কার পয়েন্ট পাওয়া যায়, যা আপনি নগদে পাবেন না। পুরস্কার পয়েন্টের পরিমাণ এবং সর্তাবলী বিভিন্ন ব্যাংকে ক্রেডিট কার্ডের পক্ষে ভিন্ন হতে পারে।
৪) বিক্রির অফারের সুবিধা
Flipkart এবং Amazon এর মত ই-কমার্স প্ল্যাটফর্ম গুলিতে প্রায়ই সেল অফার চলতে থেকে। বিভিন্ন অফারে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১০০০-২০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। আবার আপনি কিছু অফারে ক্যাশব্যাক জিততেও পারেন। এই সমস্ত বিক্রির অফারগুলো উপভোগ করার জন্য ক্রেডিট কার্ড থাকা প্রয়োজন হয়।
৫)EMI সুবিধা পাবেন
ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন পণ্য EMI এর মাধ্যমে কিনতে করতে পারবেন। বেশিরভাগ লোক কোনো মূল্যবান পণ্য কেনার জন্য EMI করে, এক্ষেত্রে ক্রেডিট কার্ড কাজে লাগতে পারে। বিভিন্ন ক্ষেত্রে ক্রেডিট কার্ডে নো কস্ট EMI-ও পাওয়া যায়। এতে আপনাকে EMI এর উপর বাড়তি সুদ দিতে হবে না।
আরো পড়ুন:- সেপ্টেম্বর মাসে ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক, কোন কোন তারিখ? রইল তালিকা
৬) পেমেন্টের জন্য বাড়তি সময় পাবেন
ক্রেডিট কার্ডের ফলে অনেক ক্ষেত্রে পেমেন্টের জন্য অতিরিক্ত সময় পাওয়া যায়। পেমেন্ট করার পর আপনি ৩০ থেকে ৪৫ দিন পর্যন্ত সময় পাবেন ফেরত দেওয়ার জন্য, যেখানে নগদ বা অনলাইনে লেনদেন করলে আপনাকে অবিলম্বে অর্থ প্রদান করতে হয়।
৭) বাড়তি দিনে অর্থ উপার্জন
ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদানের কারণে আপনি যে ৩০ থেকে ৪৫ দিনের বাড়তি সময় পান, আপনি তার উপর সুদ পাবেন। আপনি চাইলে একটি সল্প মেয়াদী FD-তে বিনিয়োগ করেও অর্থ উপার্জন করতে পারেন।
অনেকেই ঋণের ফাঁদে পড়ার ভয়ে ক্রেডিট কার্ড ব্যবহার করতে ভয় পায়। তবে ক্রেডিট কার্ড ব্যাবহারের কিছু সুবিধাও রয়েছে, যেগুলি অনেকেই জানেনা। যেমন – ক্রেডিট ইতিহাস তৈরি, হটাৎ টাকার প্রয়োজন, পুরস্কার পয়েন্ট, বিক্রির অফারের সুবিধা, EMI সুবিধা, পেমেন্টের জন্য বাড়তি সময় এবং বাড়তি দিনে অর্থ উপার্জন এর সুবিধা পাবেন।
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
RRB NTPC 2024 Notification Out, শূন্য পদ সংখ্যা রয়েছে ১১৫৫৮ টি, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/S8CBLPAzPg
— Daily Khabor Bangla (@daily_khabor) September 4, 2024
আবার কেন্দ্রে নতুন চাকরিতে নিয়োগ শুরু, বেতন রয়েছে লাখ টাকার বেশি👇🏻https://t.co/6Nj3KhTdIz
— Daily Khabor Bangla (@daily_khabor) September 4, 2024
ভারতীয়দের নিয়ে সোজাসাপটা নিক ! বললেন, ‘ওরা তো…’https://t.co/SFRZPIVIhX
— Peek Medio (@peek_medio) July 29, 2024
মাত্র দুই বছরে 1300% বৃদ্ধি পেয়েছে এই শেয়ার, আপনার কাছে আছে এই শেয়ার ?https://t.co/EDhk1CG5fw
— Peek Medio (@peek_medio) August 28, 2024
৫০শে এসে ফুটন্ত যৌবন মালাইকার ! অর্জুনের পরে ফের মালাইকার জীবনে পুরুষ ?https://t.co/QPraDRAvIp
— Peek Medio (@peek_medio) July 17, 2024