Bangla News Dunia, বাপ্পাদিত্য :- প্রযুক্তি, ঐতিহ্য ও ইতিহাসকে সঙ্গী করে ভারত দিন দিন উন্নতির পথে এগিয়ে চলেছে। দেশে এখন অনেক নতুন নতুন প্রযুক্তির স্থাপত্য ও সেতু তৈরি হচ্ছে। আর এবার ভারতে প্রথম ভার্টিকেল লিফট প্রযুক্তির সেতু তৈরি প্রায় শেষের মুখে। শীঘ্রই এই সেতু জুড়ে দেবে ভারতের দুই গুরুত্বপূর্ণ স্থানকে। ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত রামেশ্বরম দ্বীপ এবং মূল ভূখণ্ডের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য তৈরি হচ্ছে পামবান সেতু, যা দেশের প্রথম ভার্টিকেল লিফট সেতু হিসেবে খ্যাতি লাভ করছে।
আরো পড়ুন :- বিরোধীদের জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি ‘মমতা’র বিধায়কের !
এই সেতুটি তামিলনাড়ুর পামবান চ্যানেলের উপর নির্মিত এবং এটি রামেশ্বরম দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করবে। এটি ভারতের সমুদ্রের উপরে নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে সংযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন পামবান সেতুটি পুরনো সেতুর বিকল্প হিসেবে ব্যবহৃত হবে। এই পুরনো সেতুটি ১৯১৪ সালে নির্মিত হয়েছিল। তবে সেটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার কারণে এবার অত্যাধুনিক প্রযুক্তির নতুন সেতুটি নির্মাণ হচ্ছে।
ভারতের প্রথম ভার্টিকেল লিফট সেতুর গঠন ও বৈশিষ্ট্য
ভার্টিকেল লিফট পদ্ধতিতে তৈরি পামবান সেতুটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সমুদ্রের উপর দিয়ে যাওয়া জাহাজগুলির পথ খুলে দেওয়ার জন্য সেতুর একটি নির্দিষ্ট অংশ উল্লম্বভাবে ওপরে তোলা যায়। এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো, সেতুটির মাঝের ৬৩ মিটার অংশ হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে ওপরে তোলা যাবে। এর ফলে জাহাজ চলাচল চালু থাকবে। ভার্টিকেল লিফট ডিজাইনের কারণে সেতুটির কার্যকারিতা বৃদ্ধি পাবে। পাশাপাশি, এটি সমুদ্রের ওপর দিয়ে ভারী যানবাহন ও রেল চলাচল ব্যবস্থাকে একযোগে বহন করবে।
রামেশ্বরমের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করবে এই সেতু
পামবান সেতুটির রামেশ্বরম এবং ভারতের মূল ভূখণ্ডের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও সুগম করে তুলবে। তামিলনাড়ু এবং আশেপাশের অঞ্চলের বাণিজ্যিক ও পর্যটন সংযোগের সুবিধা বাড়াবে এই সেতু। পামবান চ্যানেল দিয়ে প্রতিদিন বহু ছোট-বড় জাহাজ যাতায়াত করে। সেতুটি জাহাজ চলাচলের জন্য উল্লম্বভাবে উঁচু হওয়ার কারণে নৌপথ অব্যাহত থাকবে। ফলে বাণিজ্যিক পরিবহন অব্যাহত রাখার মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।
রামেশ্বরমের পর্যটন বৃদ্ধি পাবে
রামেশ্বরম একটি জনপ্রিয় ধর্মীয় ও পর্যটন গন্তব্য। নতুন সেতুটির মাধ্যমে এই অঞ্চলে পর্যটকদের আগমন বাড়বে। এর ফলে স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটতে পারে। পুরনো পামবান সেতু পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ ছিল। এখন নতুন ভার্টিকেল লিফট সেতুটিও একটি আধুনিক প্রকৌশল বিস্ময় হিসাবে পর্যটকদের মন কাড়বে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করবে পামবান সেতু
উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রের প্রাকৃতিক দুর্যোগ, যেমন – সাইক্লোন বা জলোচ্ছ্বাস-কে বিবেচনা করে সেতুটি নির্মাণ করা হচ্ছে। এর উচ্চ প্রযুক্তির স্ট্রাকচার এবং টেকসই ডিজাইন সেতুটিকে আরও মজবুত ও নিরাপদ করে তুলবে। পামবান সেতুটি শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং দেশের অবকাঠামো ও বাণিজ্যিক উন্নয়নে একটি মাইলফলক হয়ে উঠবে। ভার্টিকেল লিফট প্রযুক্তি এটিকে আধুনিক ও প্রয়োজনীয় সেতুতে পরিণত করেছে, যা রামেশ্বরমকে বাকি দেশের সাথে সংযুক্ত করতে এক বিশাল ভূমিকা রাখবে।
আরো পড়ুন :- টেলিগ্রাম -ইন্টারনেটে ৫০ টাকায় বিকোচ্ছে ধর্ষণের ভিডিয়ো! নির্যাতিতার নামে পর্ন সার্চ ঘিরে রমরমা ব্যবসা
#End
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
RRB NTPC 2024 Notification Out, শূন্য পদ সংখ্যা রয়েছে ১১৫৫৮ টি, দেখুন বিস্তারিত👇🏻https://t.co/S8CBLPAzPg
— Daily Khabor Bangla (@daily_khabor) September 4, 2024
আবার কেন্দ্রে নতুন চাকরিতে নিয়োগ শুরু, বেতন রয়েছে লাখ টাকার বেশি👇🏻https://t.co/6Nj3KhTdIz
— Daily Khabor Bangla (@daily_khabor) September 4, 2024
ভারতীয়দের নিয়ে সোজাসাপটা নিক ! বললেন, ‘ওরা তো…’https://t.co/SFRZPIVIhX
— Peek Medio (@peek_medio) July 29, 2024
মাত্র দুই বছরে 1300% বৃদ্ধি পেয়েছে এই শেয়ার, আপনার কাছে আছে এই শেয়ার ?https://t.co/EDhk1CG5fw
— Peek Medio (@peek_medio) August 28, 2024
৫০শে এসে ফুটন্ত যৌবন মালাইকার ! অর্জুনের পরে ফের মালাইকার জীবনে পুরুষ ?https://t.co/QPraDRAvIp
— Peek Medio (@peek_medio) July 17, 2024