খরচ ২০০০ কোটি, দীপাবলির আগেই বকেয়া DA মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের

By Bangla News Dunia Rajib

Published on:

money-Dearness-Allowance-DA-government-employee

Bangla News Dunia , Rajib : একদিকে যখন কেন্দ্রীয় সরকার দফায় দফায়  মহার্ঘ ভাতা বাড়িয়ে চলেছে সেখানে অন্যদিকে বেশ কিছু এমন রাজ্য রয়েছে যেগুলি এখনও অবধি DA বৃদ্ধি করেনি। যার ফলে যত সময় হয়েছে ততই লক্ষ লক্ষ সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটছে। শুধু তাই নয় মাসের পর মাস বছরে পর বছর ধরে বকেয়া টাকাও আটকে রেখে দিয়েছে বিভিন্ন সরকার বলে অভিযোগ। যেখানে স্বাভাবিকভাবেই সরকারি কর্মীরা ক্ষুব্ধ। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি। কবে মিলবে বকেয়া ডিএ থেকে শুরু করে নানা টাকা? সেই প্রশ্ন তুলে ফের বারবার সরব হয়েছেন সরকারি কর্মীরা। তবে এবার রাজ্য সরকারের তরফে এমন এক ঘোষণা করা হয়েছে যার ফলে উৎসবের আবহে লক্ষ লক্ষ সরকারি কর্মীদের মুখে হাসি ফুটতে চলেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার সকলের বকেয়া মিটিয়ে দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন রাজ্য সরকার এখানে ঘোষণা করেছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের

লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া থাকা একটি কিস্তির মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ দেওয়ার ঘোষণা করেছে সরকার। আর এর জন্য রাজ্য সরকারের খরচ হবে ২০০০ কোটি টাকা মতো। ইতিমধ্যে রাজ্যের অর্থমন্ত্রীর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি দেখে মুখে হাসি ফুটেছে বহু সরকারি কর্মীদের। সামনেই রয়েছে দীপাবলি, আর দীপাবলির আবহে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটার থেকে খুশির খবর তার হতেই পারে না।

আসলে উৎসবের আবহে কপাল খুলে যেতে চলেছে কেরল রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের। জানা গিয়েছে, বুধবার ২৩ অক্টোবর অর্থমন্ত্রী কে এন বালাগোপাল জানিয়েছেন, রাজ্য সরকার সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য মহার্ঘ ভাতার (ডিএ) একটি কিস্তি এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণের এক কিস্তি (ডিআর) মঞ্জুর করা হয়েছে।

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মী

সরকারের তরফে জানানো হয়েছে, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন (এআইসিটিই), মেডিক্যাল সার্ভিসেস-সহ সকল ক্ষেত্রের রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা যথাক্রমে একটি কিস্তির ডিএ এবং ডিআর পাবেন। রাজ্য সরকারি কর্মচারীদের ফোরামের তরফে জানানো হয়েছে, মোট ছয়টি কিস্তির মহার্ঘ ভাতা বকেয়া ছিল। বুধবার যে কিস্তির মহার্ঘ ভাতা প্রদান করা হয়েছে, সেটা ২০২১ সালের জুলাই থেকে বকেয়া ছিল। এই ছয়টির মধ্যে প্রথম কিস্তির  টাকা সকলকে দেওয়া হবে।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন