Bangla News Dunia , পল্লব : যোগীর রাজ্যে যৌন লালসার শিকার পাঁচ বছরের বালক। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে ‘গণধর্ষণ’ করে তিন জন। পথ চলতি দু’জনের চোখে পড়ে তা। তারা অবশ্য শিশুটির সাহায্যে এগিয়ে আসেনি, বরং সেই যৌন নিগ্রহের ভিডিয়ো তোলে দাঁড়িয়ে। সেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় বলে অভিযোগ। ভয়াবহ এই ঘটনা ১৯ সেপ্টেম্বরের। প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরো পড়ুন :- বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে চিন, বিশবাঁও জলে বাংলাদেশের একাধিক প্রকল্প
পুলিশ সূত্রে খবর, ২৬ সেপ্টেম্বর বিষয়টি জানতে পারে শিশুর পরিবার। কারণ সেই সময়ে নাবালকের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। প্রবল ব্যথায় সে কাতরাতে থাকে। তখনই তার সঙ্গে কথা বলে তার ঠাকুরদা জানতে পারেন যে এই বালক বিকৃত যৌন লালসার শিকার। তিনি এফআইআর-এ জানিয়েছেন, অভিযুক্তদের অন্যতম আর্শ জুনেদ তাঁর নাতিকে ভুলিয়ে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে অপেক্ষা করছিল অন্য দুই অভিযুক্ত মোবিন ও শামিম।
সেখানেই শিশুটিকে চূড়ান্ত যৌন নিগ্রহ করে তারা। আর দু’জন পথচারী ওই ভিডিয়ো রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। তিনি ওই অভিযোগে এ-ও জানিয়েছেন, ঘটনাটি জানার পরে অভিযুক্তদের বাড়িতে তিনি আরও লোকজনকে নিয়ে এমন ঘটনা নিয়ে চার্জ করেন। #End
আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড !
আরো পড়ুন :- ‘গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও’, সায়নী ঘোষের নিশানায় বাহুবলী তৃণমুল নেতা !