Bangla News Dunia , দীনেশ :- গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ ৷ মঙ্গলবার ভোর 5টা নাগাদ গুলি লাগে তাঁর ৷ এই মুহুর্তে আইসিইউ’তে চিকিৎসাধীন তিনি ৷ জানা গিয়েছে, নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি চালিয়ে ফেলেন তিনি ৷ পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পরই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ অভিনেতার প্রচুর রক্তক্ষরণ হয়েছে ৷ যার ফলে তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে ।
আরো পড়ুন :- এবার পাক ক্রিকেটারদের জন্য ফতোয়া জারি করলো পাক বোর্ড ! আরো পড়ুন :- বাংলাদেশকে ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে চিন, বিশবাঁও জলে বাংলাদেশের একাধিক প্রকল্প
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, গোবিন্দা এদিন সকালে কোথাও বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে । বেরনোর আগে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
2004 থেকে 2009 পর্যন্ত সক্রিয় রাজনীতিতে ছিলেন গোবিন্দা ৷ কংগ্রেসের টিকিটে জিতে লোকসভাতেও গিয়েছিলেন ৷ তারপর ব্যক্তিগত কারণে রাজনীতিকে বিদায় জানান ‘হিরো নম্বর ওয়ান’ ৷ 14 বছরের বনবাস কাটিয়ে চলতি বছরে ফের রাজনীতির আঙিনায় এসেছেন গোবিন্দা ৷ লোকসভা নির্বাচনের ঠিক আগেই শিবসেনায় যোগ দিয়েছেন তিনি ৷
#End